Barak UpdatesBreaking News
রোজ মন্দিরে যাওয়াই আধ্যাত্মিকতা নয়: স্বামী সর্বলোকানন্দSpiritualism does not mean visiting temples everyday: Swami Sarbalokananda
২৯ সেপ্টেম্বর: পাঁচশ’র বেশি ভক্ত সমাবেশ রবিবার হয়েছিল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। ভক্ত সম্মেলনে মুখ্য বক্তা ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ। তাছাড়া, শিলচর মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দ, স্বামী বৈকুণ্ঠানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বালোকানন্দ বলেন, দিন দিন নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলছে মানুষ। টান বাড়ছে পাশ্চাত্য সভ্যতার দিকে। আরও বলেন, মন্দিরে রোজ গেলে এটি আধ্যাত্মিকতা নয়। মানসিক পরিবর্তন হওয়া চাই। এরপর আলোচনা ছিল বিভিন্ন বিষয়ে। গান, পাঠ এসবে অংশ নেন ভক্তরা, অংশগ্রহণ ছিল সন্ন্যাসীদেরও।