NE UpdatesHappeningsBreaking News
এমএমসি-কালাপাহাড়ে জায়গা নেই, সোনাপুরে শুরু হচ্ছে কোভিড চিকিৎসা : হিমন্তSpike in COVID cases in Assam, +ve patients to be now treated at Sonapur hospital
২৭ মে : রাজ্যে পজিটিভ রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে আর স্থান সংকুলান করা যাচ্ছে না। গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে আগেই জায়গা ছিল না। এ বার পুরো ভরে গেছে কালাপাহাড়ে থাকা যক্ষ্মা হাসপাতালটিও। গত ২৩ মে কালাপাহাড় হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত মাত্র ৪ দিনেই কালাপাহাড় হাসপাতালে ১২১ জন রোগী ভর্তি হওয়ায় এখানেও আর নতুন রোগীকে ভর্তি করা সম্ভব নয়। এই হাসপাতাল পরিদর্শন করে স্নগবাদ মাধ্যমের সামনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, মঙ্গলবার নতুন ১৬ জনকে ভর্তির পরই এই হাসপাতালে এর জায়গা নেই। মন্ত্রী জানান, এই কালাপাহাড় হাসপাতালে মোট ১২৬ শয্যার ব্যবস্থা রয়েছে। তবে জরুরি রোগীদের জন্য ৫টি আসন খালি রাখা হয়েছে।
The Sonapur District Hospital, which has been readied, is functional now with 108 beds. I and @Pijush_hazarika visited the hospital and supervised shifting of first nine patients here.#AssamCares pic.twitter.com/9MmIod5Ugy
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 27, 2020
এদিকে, মন্ত্রী জানান, বুধবার থেকেই সোনাপুর হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা শুরু হবে। এতে মোট ১১০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাছাড়া, ৩০ মে-র মধ্যে অনেক রোগীকে এমএমসি থেকে রিলিজ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আগামী ৩ জুনের মধ্যে কালাপাহাড় হাসপাতাল থেকেও অনেক রোগী সুস্থ হয়ে ছাড়া পাবেন। হিমন্ত আরও বলেন, জালুকবাড়ির আয়ুর্বেদিক হাসপাতালও কোভিড-১৯ রোগীদের জন্য প্রস্তুত করে তোলা হয়েছে।