Barak UpdatesHappeningsBreaking News

Silchar-Delhi flight encounters severe mid-air turbulence, makes emergency landing in Amritsar
ধুলিঝড়ের কবলে দিল্লিগামী শিলচরের বিমান, জরুরি অবতরণ অমৃতসরে

১২ জুন : শিলচর থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া স্পাইস জেটের একটি বিমান বুধবার সন্ধ্যায় ধূলিঝড়ের কবলে পড়ে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির আকাশে প্রায় ঘন্টাখানেক চক্কর কেটেও শেষমেশ দিল্লি বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। পরে বিমানটিকে অমৃতসরে নিয়ে গিয়ে জরুরি অবতরণ করানো হয়। তবে এই বিমানে থাকা সব যাত্রীই অক্ষত রয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে, এই বিমানটি রাত ১০টা ৪০ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে।

এই বিমানের যাত্রী শিলচরের আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল ওয়ে টু বরাককে জানিয়েছেন, এ দিন বিকেল তিনটে নাগাদ স্পাইস জেটের ৭৩৭ বিমানটি দিল্লির উদ্দেশে রওনা হয়। এরপর এটি গুয়াহাটিতে কিছুক্ষণ থেমে বিকেল সাড়ে চারটেয় রওনা হয় দিল্লির পথে। আইনজীবী বুলবুল বলেন, ‘৬টা নাগাদ দিল্লির আকাশে পৌঁছে ঘোষণা শুনি, প্রচন্ড খারাপ আবহাওয়ায় বিমানটি নামতে পারছে না। প্রায় এক ঘন্টা ধরে বিমানটি দিল্লির আকাশে চক্কর কাটতে থাকে। এরপর সিদ্ধান্ত হয়, বিমানটি নামবে অমৃতসরে। কিন্তু অমৃতসর যাবার পথেও ঝড়ের মুখে পড়ে বিমানটি। বিমানে সহযাত্রী ছিল আমার মেয়ে সোহেলি নাসিম খান। শুধু আমরাই নই, বিমানের বাকি যাত্রীরাও সেসময় জীবন নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তবে অমৃতসরে পৌঁছে অবশ্য বিমানটি অবতরণে সক্ষম হয়।’

বুধবার সন্ধ্যায় গুয়াহাটি ও উত্তর পূর্বের অন্যান্য শহর থেকে দিল্লির উদ্দেশে যাওয়া বেশকটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে গিয়ে ধূলিঝড়ের কবলে পড়ে। প্রাপ্ত খবরে জানা গেছে, বেশ কয়েকটি বিমান ওঠানামায় এক ঘন্টা পর্যন্ত সমস্যা সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে ধুলিঝড় থামার পর অবশ্য উত্তর-পূর্বের যাত্রীরা দিল্লি বিমানবন্দরে নামতে পেরেছেন। তবে ধূলিঝড়ের জন্য দিল্লির তাপমাত্রা ৩০ মিনিটের মধ্যে ৭ ডিগ্রি কমে যায়। সন্ধ্যে সাড়ে ছয়টায় তাপমাত্রা যেখানে ৪০ ডিগ্রি ছিল সাতটা নাগাদ তা কমে ৩৩ ডিগ্রি হয়ে যায়। প্রসঙ্গত গত সোমবার দিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি স্পর্শ করে। যা দিল্লির জন্য রেকর্ড তাপমাত্রা।

June 12: In a fearful development, Spicejet Flight 737 from Silchar encountered severe turbulence while on its way to Delhi. On Tuesday afternoon, the flight started its journey from Silchar airport at 3 PM. It’s destination was Delhi and its route was via Guwahati. The flight started its onward journey from Guwahati at 4 PM. However, when the flight was over the Delhi airspace, it countered severe mid-air turbulence.

The flight hovered over Delhi airspace almost for an hour. Ultimately unable to land in Delhi, the aircraft made an emergent landing in Amritsar. There was, however, no report of any injury of passengers. As per latest report, the flight landed at Delhi airport from Amritsar at around 10.40 PM on Tuesday.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker