Barak UpdatesBreaking News
ভোট দিলেই কেনাকাটায় মিলবে ছাড়, অভিনব সচেতনতা হাইলাকান্দিতেSpecial rebate on shopping for those who will cast votes, unique awareness at Hailakand
৮ এপ্রিল : ভোট দিলেই কেনাকাটায় মিলবে বিশেষ ছাড়। তবে এর জন্য ভোটারকে দোকানে গিয়ে হাতের আঙুলে কালির দাগ দেখাতে হবে। ভোটদাতাদের ভোটদানে উতসাহ বাড়াতে এই অভিনব পন্থা নিয়েছেন হাইলাকান্দির ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ এপ্রিল সংশ্লিষ্ট দোকানগুলোতে এই ছাড় পাওয়া যাবে। সোমবার হাইলাকান্দির ব্যবসায়ীরা জেলাশাসক কীর্তি জলির সঙ্গে বৈঠক করেই এই ছাড়ের কথা ঘোষণা করেছেন।
ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ভোটদানে উতসাহ দিতে এ দিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক।এই বৈঠকে ওষুধের দোকান, রেস্তোরা, সোনার দোকান ও কাপড়ের দোকানের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। জেলাশাসকের আহ্বানে প্রত্যেকেই সাড়া দেন। তারা ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত এই ছাড় দিচ্ছেন।
কয়েকটি ওষুধের দোকান, খাবারের রেস্তোরাঁ, হোটেল ইত্যাদিতে ১০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। একটি ব্যাগ, স্যুটকেস ইত্যাদির দোকানে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করা হয়। ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষে এই দু দিন সব ওষুধপত্র ক্রয়ে ৪ শতাংশ ছাড় ঘোষণা করা হয়।
তবে প্রতিটি ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হচ্ছে দোকান মালিকের ব্যক্তিগত স্তরে। বলা হয়, যে দোকানে ছাড় মিলবে তার বাইরে এ সংক্রান্ত নোটিশ টাঙানো থাকবে। জেলাশাসক ব্যবসায়ীরা এভাবে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান। প্রসঙ্গত, হাইলাকান্দির নবাগত জেলাশাসক কীর্তি জলি সাধারণ মানুষের মধ্যে ভোটদানে আগ্রহ বাড়াতে গত কিছুদিন থেকেই নানা পন্থা গ্রহণ করে চলেছেন।