HappeningsSports

কাল ভোরে শিলচর ডিএসএ-র ম্যারাথন

২৪ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ঋষিকেশ-শেফালিকণা স্মৃতি প্রাইজমানি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন রেস ২৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) সকাল সাড়ে পাঁচটায় শুরু হবে । এস এম দেব স্টেডিয়াম থেকে শুরু হয়ে মহিলাদের রেস শেষ হবে রংপুর মধুরাপুল গিয়ে। পুরুষ ম্যারাথন শেষ হবে উধারবন্দ টিটি ক্লাবে। ওই দিনই বিকেল তিনটায় এসএম দেব স্টেডিয়ামে হবে অ্যাথলেটিক্স ও ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকালে ম্যারাথনের সূচনা পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক দিলীপকুমার পাল ও জেলাশাসক কির্তি জল্লি। থাকবেন ডিএসএ-র সভাপতি বাবুল হোড় ও সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং সহ অন্য কর্মকর্তারা।জানিয়েছেন ডিএসএ-র মাইনর গেমস সচিব উত্তম চৌধুরী।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker