Barak UpdatesBreaking News
বরাকের বন্যা কপ্টারে ঘুরে দেখলেন সর্বানন্দSonowal makes aerial survey of the flood hit areas of Barak Valley
১৭ জুলাইঃ অসমের বন্যা জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃত হতে চলেছে। এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বুধবার বন্যা পরিস্থিতি দেখতে বরাক উপত্যকায় আসেন। হেলিকপ্টারে তিন জেলার বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা ঘুরে দেখেন। করিমগঞ্জ ও শিলচরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই অসমের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে।
এ বার কেন্দ্র এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, এমনটাই দাবি সোনোয়ালের। তিনি বলেন, অসমের বন্যা নিরসনে একটা স্থায়ী পথ খুঁজছে তারা। নিতি আয়োগের প্রতিনিধি দল সে জন্য নর্থ-ইস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বডি তৈরির পরামর্শ দিয়েছে। এরাই সমাধানের উপায় বাতলে দেবে। সব মিলিয়ে তাঁর মনে হচ্ছে, অসমের বন্যা নিয়ে এ বার কেন্দ্র বিশেষ কিছু করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সোনোয়াল বলেন, না চাইতেই ২৫১ কোটি টাকা দিয়েছেন। ওই টাকায় যে বরাকের ভাগও রয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ করেন। সে জন্য জেলাশাসকদের ক্ষয়ক্ষতির বিস্তৃত বিবরণ পাঠাতে বলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, অসমের ৩৩ জেলার ৩২টিই বন্যায় ক্ষতিগ্রস্ত। ৫০ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার।