NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সাবধান ! বিদ্যুৎ বিভাগের নামে ফাঁদ পাতছে সাইবার অপরাধীরাSMS for electricity bill payment or disconnection is FAKE, ignore it, says APDCL
The official SMS sender ID of APDCL is 'DAPDCL'
ওয়েটুবরাক, ২০ জুলাই : বিদ্যুতের বিল বকেয়া থাকায় আজ রাত সাড়ে নয়টায় আপনার বিদ্যুৎ সংযোগ কাটা হবে৷ আপনার কোনও বক্তব্য থাকলে নীচের নম্বরে যোগাযোগ করতে পারেন৷ ব্যস, দুই বাক্যের একটা ম্যাসেজ৷ নীচে একটা ফোন নম্বর৷ বিদ্যুৎ সংযোগ কাটা হবে, এইটুকু পড়ার পর আর কেউ স্বাভাবিক থাকতে পারেন না৷ বিদ্যুতের বিল হয়তো দেওয়াই হয়েছে, তবু স্থির থাকা যায় না৷ ফোন নম্বর যেহেতু রয়েছে, সবাই ফোনেই কথা বলেন৷ ওটাই সাইবার অপরাধীদের প্রথম সাফল্য৷ সকলেই ফোন করে বলেন, আমার তো বিল দেওয়া হয়েছে৷ কোনও বকেয়া নেই৷ তবু কেন লাইন কাটার ম্যাসেজ৷ ও প্রান্তের জবাব, বিল মিটিয়েছেন ঠিকই, কিন্তু অনলাইনে আপডেট হচ্ছে না৷ একটা লিংক পাঠাচ্ছি৷ তাতে দশটাকা পাঠিয়ে দিন৷ অনেকেই লিংক খোলেন৷ দশ টাকারই ব্যাপার ভেবে দিয়ে দেন৷ ওইখানেই সবাই বড় ভুলটা করেন৷ টাকা দেওয়ার জন্য অনলাইনে ঢুকে পাসওয়ার্ড মারতেই তা জালিয়াতদের স্ক্রিনে ভেসে ওঠে৷ আর ওই পাসওয়ার্ডেই খালি করে দেওয়া হয় ব্যাঙ্কের গচ্ছিত সমস্ত টাকা৷
মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে, শিলচরের দাসকলোনি এলাকায় নাট্য পরিচালক শান্তনু পাল এবং শিশু চিকিৎসক ধ্রুবজ্যোতি নাথের সঙ্গে৷ শান্তনু পাল অবশ্য মুহূর্তে ওপারের মানুষটিকে জালিয়াত বলে চিহ্নিত করতে বেশি সময় নেননি৷ কিন্তু অনেকটা ডকুমেন্ট আপলোড করার পর ধ্রুবজ্যোতি ধরে ফেলেন, সাইবার অপরাধীর খপ্পড়ে রয়েছেন তিনি৷ তাই যখন দশটা টাকা অনলাইনে পাঠাতে বলে, ধ্রুবজ্যোতি সোজা বলে দেন, তাঁর অনলাইন লেনদেনের কোনও ব্যবস্থা নেই৷
কিন্তু অনেকেই অনলাইনে দশ টাকা দিয়ে খোয়াচ্ছেন নিজের গচ্ছিত অর্থ৷ বিদ্যুৎবিভাগ জানিয়ে দিয়েছে, লাইন কাটার হুমকি দিয়ে এইভাবে কোনও ম্যাসেজ তাঁরা পাঠান না৷ তাই কেউ যাতে সাইবার অপরাধীর ফাঁদে পা না দেন৷ পুলিশের পরামর্শ, অচেনা কেউ কোনও লিংক পাঠালে সেগুলি কোনওমতেই খুলতে নেই৷ অর্থকড়ি সংক্রান্ত তথ্য তো একেবারে নয়৷
July 20: It has come to the forefront that some miscreants are sending SMS about disconnection of power supply to the electricity consumers. However, clarifying the same, APDCL Silchar Electrical Sub-Division-II stated, “Please note that APDCL never sends such SMS. Consumers are requested not to heed to such messages and complain about them in the number “1912“. The official SMS sender ID of APDCL is ‘DAPDCL’. Be Alert, Be Safe.”
APDCL further stated, “It is to inform all our valued consumers that some fraudulent calls and messages are being received by consumers for bill payment. In all the cases that we have got, the consumer has either paid the bill in advance or the due date has not surpassed and in one case, it is a prepaid meter, said the consumer. They are receiving a message from +91 77183 80211 that stated “electricity power will be disconnected tonight at 9.30 pm from the electricity office because of previous month bill was not update. Please be aware of such fraudulent messages & for any detail, please contact your concerned billing office.”