India & World UpdatesHappeningsBreaking News

Smriti Irani teaches to make mask through her Instagram
নিজের ইনস্টাগ্রামে মাস্ক বানানো শেখালেন স্মৃতি ইরানি

১০ এপ্রিল:  করোনা  মোকাবিলায়  প্রতিরোধমূলক ব্যবস্থা অনেকটা নিতে পারি আমরা নিজেরাই। সোশ্যাল মিডিয়ায় এই সচেতনতা জাগালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টাকা খরচ না করেও কীভাবে করোনা যুদ্ধের এক জরুরি হাতিয়ার তৈরি সম্ভব, এটি হাতে-কলমে দেখিয়ে দিলেন  তিনি। আসলে, ইন্সটাগ্রামে স্মৃতি ইরানির ঘরোয়াভাবে মাস্ক বানানোর ফর্মুলা খুব চর্চায় এসেছে। বিশেষ করে, ঘরের মহিলারা অনুপ্রাণিত হচ্ছেন। অনেকে তো নিজের ও পরিবারের জন্য চেষ্টাও শুরু করে দিয়েছেন মাস্ক তৈরির।

কী শেখালেন  কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি? নিজের ইনস্টাগ্রামে স্মৃতি শিখিয়েছেন, কীভাবে একটি কাপড়  দিয়ে তিনটি পর্যায়ে মাস্ক বানানো যায়। মন্ত্রী স্মৃতির কথায়, প্রথমে একটা পরিষ্কার কাপড় নিতে হবে। তারপরে তা মাস্কের সাইজ অনুযায়ী কাটতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে সেই কাপড়ের টুকরো দিয়ে নাক ও মুখ পুরোপুরি ঢাকা যায়।দ্বিতীয় পর্যায়ে সেই কাপড়ের টুকরোর চারদিকে সেলাই করতে হবে।  সেলাই মেশিন বা সুঁচ-সুতো ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে। তৃতীয় পর্যায়ে সেই কাপড়ের টুকরোর দু’দিকে দুটি মোটা দড়ি বাঁধার কথা বলেন স্মৃতি। এই দড়ি  মাস্ক বাঁধার কাজে লাগবে। কত সহজে কয়েক মিনিটের পরিশ্রমেই বাড়িতে বসে মাস্ক বানানো সম্ভব। তাও বিনেপয়সায়। সোশ্যাল মিডিয়ায় স্মৃতির এই মাস্ক ফর্মুলা দেখছেন হাজার হাজার মানুষ। যত সময় যাচ্ছেে, বাড়ছে চর্চা।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছে, এন-৯৫ মাস্কই যে পরতে হবে এমন কোনও  কথা নয়। সুস্থ ব্যক্তিরা যে কোনও ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন। তবে নাক ও মুখ যেন ঢাকা থাকে। পাশাপাশি মাথার সঙ্গে সেই মাস্ক যেন শক্ত করে বাঁধা থাকে। স্মৃতি ইরানি আসলে এ ব্যাপারগুলো নিয়েই ফের সচেতন করলেন  মানুষকে। বার্তা দিলেন,  নিজের সুরক্ষা নিজে করার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker