India & World UpdatesHappeningsBreaking News
Smriti Irani teaches to make mask through her Instagram
নিজের ইনস্টাগ্রামে মাস্ক বানানো শেখালেন স্মৃতি ইরানি

১০ এপ্রিল: করোনা মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা অনেকটা নিতে পারি আমরা নিজেরাই। সোশ্যাল মিডিয়ায় এই সচেতনতা জাগালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টাকা খরচ না করেও কীভাবে করোনা যুদ্ধের এক জরুরি হাতিয়ার তৈরি সম্ভব, এটি হাতে-কলমে দেখিয়ে দিলেন তিনি। আসলে, ইন্সটাগ্রামে স্মৃতি ইরানির ঘরোয়াভাবে মাস্ক বানানোর ফর্মুলা খুব চর্চায় এসেছে। বিশেষ করে, ঘরের মহিলারা অনুপ্রাণিত হচ্ছেন। অনেকে তো নিজের ও পরিবারের জন্য চেষ্টাও শুরু করে দিয়েছেন মাস্ক তৈরির।
घर बैठे सुई धागे से भी बन सकता है रीयूजेबल मास्क। #MaskIndia https://t.co/WfnhMF8bBO pic.twitter.com/vTcklmXhqF
— Smriti Z Irani (@smritiirani) April 9, 2020

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছে, এন-৯৫ মাস্কই যে পরতে হবে এমন কোনও কথা নয়। সুস্থ ব্যক্তিরা যে কোনও ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন। তবে নাক ও মুখ যেন ঢাকা থাকে। পাশাপাশি মাথার সঙ্গে সেই মাস্ক যেন শক্ত করে বাঁধা থাকে। স্মৃতি ইরানি আসলে এ ব্যাপারগুলো নিয়েই ফের সচেতন করলেন মানুষকে। বার্তা দিলেন, নিজের সুরক্ষা নিজে করার।
