Barak UpdatesBreaking News

২০১৮’য় ১২৫৬ ইউনিট রক্ত সংগ্রহ করল স্মাইল
Smile collected 1256 units of blood in 2018

৩ জানুয়ারি : রক্তদান জীবনদান। এই মন্ত্র নিয়ে ২০১৮ সালে মোট ১২৫৬ ইউনিট রক্ত সংগ্রহ করেছে স্মাইল। এর মধ্যে ১১৪৩ পজিটিভ রক্ত এবং ১১৩ ইউনিট নিগেটিভ রক্ত। বুধবার রাতে এই তথ্য প্রকাশ করেছে স্মাইল।

এক বিবৃতিতে স্মাইলের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৭ সালে স্মাইলের জন্ম হয়েছে। এই ক’বছরে সংস্থার সদস্য এবং কো-অর্ডিনেটরদের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে স্মাইলের সফলতার গ্রাফ উর্ধ্বগামী। তাছাড়া মহিলা রক্তদাতার সংখ্যাও ক্রমে বেড়ে চলেছে। এদের মধ্যে কলেজ পড়ুয়া তরুণীর সংখ্যাই বেশি। ফলে আগামী দিনে মহিলা রক্তদাতার সংখ্যা আরও বাড়বে বলে স্মাইল আশাবাদী। স্মাইলের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে এভাবে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

ডোনারদের মধ্যে যারা বছরে ৪ বার রক্ত দিয়েছেন, তাদের একটি তালিকাও প্রকাশ করেছে স্মাইল। এদের মধ্যে রয়েছেন, দেবদত্ত পাল চৌধুরী, অনুপম পাল, অরিন্দম ভট্টাচার্য, ইকবাল সাহিদ বড়ভূইয়া, দেবজ্যোতি দত্ত, বিভাস রায়, মিঠুন পাল, হিমানিশ দাস, শুভাশিস ভট্টাচার্য, মনোমঞ্জিল সেন, দেবরাজ চক্রবর্তী, অংশুমান দেব, মনোতোষ পাল, সুভাষ দাস, মাসুদ আশরফ বড়ভূইয়া, রূপক পাল, সুভাষ চৌধুরী, শ্রীকান্ত গুপ্ত, দেবজিত রায়, সুরজিত দাস, দীপাঞ্জন দাস, সুব্রত গড়াই, সৌমিত্র দত্তরায়, সুরজিত সোম, বিনায়ক রায়, দিবাকর আচার্য, শেহনাজ আক্তার লস্কর, শোভন দাস, সামস উদ্দিন লস্কর, উজ্জল কান্তি চন্দ। এছাড়াও এক তরুণী বছরে নিয়মিত ৩ বার রক্তদান করেছেন বলে স্মাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি অধিষ্ঠিতা শর্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker