NE UpdatesHappeningsBreaking News
মাথা থেতলানো, ডিটকছড়ায় শিক্ষকের মৃতদেহ উদ্ধার
Smashed head, body of teacher found in Ditokcherra

2 মেঃ ডিমা হাসাও জেলায় লকডাউনের মধ্যে আরেক মৃতদেহ উদ্ধার হল। ঠিকাদার সন্তোষ হোজাইর অর্ধদগ্ধ অবস্থায় মাটিতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধারের পর শুক্রবার মিলল ডিটকছড়া-লোয়ার মিকিচির এলপি স্কুলের শিক্ষক রমাকান্ত দের দেহ। ডিটকছড়ায় জাটিঙ্গা রেল সেতুর পাশে পড়েছিল তাঁর মৃতদেহ। মাথা থেতলানো, মুখ গামছায় বাঁধা। এ যে খুনেরই ঘটনা, এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত।
শিক্ষক রমাকান্ত দে কাছাড় জেলার ঠালিগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। কারা কেন, তাঁকে এ ভাবে খুন করল,এ নিয়ে চিন্তায় সাধারণ জনতা। মৃতদেহের সামনেই পড়েছিল বাজারের ব্যাগ। তা থেকে বোঝা যায়, বাজার সেরে ফেরার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করে। কিন্তু কেন, কারও কাছে কোনও জবাব নেই।