NE UpdatesHappeningsBreaking News

আলফার সঙ্গে শান্তিচুক্তি খুব শীঘ্রই, “খিলঞ্জিয়া” সংরক্ষিত হবে ৯৪ আসন

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: আলোচনাপন্থী আলফার সঙ্গে রাজ্য চরকার এবং কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক বৈঠক শীঘ্র অনুষ্ঠিত হতে চলেছে৷ সেখানেই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷ আর চুক্তি হলেই আলফা আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হবে৷ বৃহস্পতিবার এই ঘোষণা করলেন আলোচনাপন্থী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া৷ কাজিরাঙার রিসর্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আলফার সাধারণ সম্পাদক বলেন, সভাপতি অরবিন্দ রাজখোয়ার উপস্থিতিতে সাধারণ পরিষদের জরুরি সভাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত সভাতে ভারত চরকার, আসাম চরকার ও আলফার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলে সংগঠন আনুষ্ঠানিকভাবে ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এ দিনের সভাকেই আলোচনাপন্থী আলফার শেষ সভা বলেই উল্লেখ করেন তিনি৷ চেতিয়ার কথায়, ‘ত্রিপাক্ষিক বৈঠকে চুক্তির যে খসড়া হতে চলেছে, সে সম্পর্কে এ দিনের সভায় উপস্থিত সবাইকে বুঝিয়ে বলা হয়৷ বিধানসভায় ”খিলঞ্জিয়া”র জন্য ৯৪টি আসন সংরক্ষণ করার দাবি খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷ শুদ্ধ রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি প্রস্তুতকরণের সঙ্গে শহিদ, নির্যাতিত ও সন্ধানহীনদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷’ আলফা ভেঙে দেওয়ার পরে কোনও রাজনৈতিক দল গঠন করা হবে না বলেও চেতিয়া উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এমনকী তারা সাংগঠনিক ভাবে কোনও রাজনৈতিক দলকে সমর্থনও জানাবেন না৷ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পরে তার অনুপ চেতিয়া নামটিও আর ব্যবহৃত হবে না৷ বাবা-মায়ের দেওয়া নামটিই তখন তাঁর পরিচয় হবে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker