Barak UpdatesBreaking News
ওবিসি-র কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্তি চেয়ে অবস্থান ধর্মঘট বিষ্ণুপ্রিয়া মণিপুরিদেরSit-in demonstration by Bishnupriya Manipuri’s in demand of getting included in central OBC list
৮ আগস্টঃ অবস্থান ধর্মঘট করলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কর্মকর্তা-সদস্যরা। ওবিসি-র কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্তি দাবি করে বৃহস্পতিবার সকাল ১০টায় অবস্থান ধর্মঘট শুরু করেন তাঁরা। নারী-পুরুষ নির্বিশেষে কাছাড়ের জেলাশাসকের অফিসের সামনে তারা আন্দোলন করেন। শিলচর শহর ও শহরতলি ছাড়াও করিমগঞ্জ-হাইলাকান্দির বিভিন্ন গ্রামের বাসিন্দারা সামিল হয়েছেন। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত তা চলার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে অবস্থানস্থলে গিয়ে কথা বলেন বিধায়ক দিলীপকুমার পাল। তার অনুরোধে ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত বলে ঘোষণা করা হয় ।
মহাসভার মহাসচিব উদয় সিনহা বলেন, অসমের বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের খিলঞ্জিয়া বলে স্বীকৃতি এবং কেন্দ্র মনোনীত কমিটিতে তাদের একজনকে সদস্য হিসেবে নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। তাঁর কথায়, ১৯৬১ সাল থেকে তারা ওবিসি-র স্বীকৃতি পেয়ে যাচ্ছিলেন। তখন তাদের মণিপুরি হিসেবেই এই সুবিধে প্রদান করা হচ্ছিল।
১৯৯৫ সালে আসাম ব্যাকওয়ার্ড ক্লাশেশ কমিশনের সুপারিশে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মণিপুরি ব্রাহ্মণ এবং মণিপুরি মুসলিমদের পৃথকভাবে তালিকাভুক্ত করা হয়। সরকার পরবর্তীকালে তাদের শুধু রাজ্য তালিকাভুক্ত করে। কেন্দ্রের তালিকাভুক্ত হয়নি। ফলে পড়াশোনা বা চাকরিবাকরি, কোনও ক্ষেত্রেই কেন্দ্রের তালিকা প্রদত্ত সুবিধে তাঁরা পান না। তাই কেন্দ্রের তালিকাভুক্তির জন্য তাঁরা আন্দোলনে নেমেছেন। ত্রিপুরায় তারা কেন্দ্রীয় তালিকাভুক্ত ওবিসি।