Barak UpdatesBreaking News

শিলচর রোটারি ক্লাবের ২৫ বছর, বৃহস্পতিবার টক শো, অঙ্কিতা নাইট
Silver Jubilee of Rotary Club of Silchar, Talk Show & Ankita Nite on Thursday

২ সেপ্টেম্বরঃ শিলচরে রোটারি ক্লাবের যাত্রা শুরু হয়েছিল ২৫ বছর আগে। ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর। দিনটিকে স্মরণীয় করে রাখতে বছরভর নানা কর্মসূচি হাতে নিয়েছে ডা. সিদ্ধার্থ ভট্টাচার্যের নেতৃত্বাধীন বর্তমান কমিটি। প্রতিষ্ঠা দিবসে, অর্থাত ঠিক ৫ সেপ্টেম্বর তারিখে সারা দিনে প্রচুর কর্মসূচি । প্রভাতফেরি, মেম্বারস অ্যাসেমব্লি, যোগাসন, উদ্বোধনী অনুষ্ঠান, টক শো, অঙ্কিতা নাইট ইত্যাদি। শিক্ষক দিবস বলে রয়েছে গ্রাম-শহরের ৪০ শিক্ষককে ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড প্রদানও।

২৫ বছর উদযাপনের জন্য পৃথক কমিটিও তৈরি করা হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নির্মলেন্দু কর পুরকায়স্থ চেয়ারম্যান। খাদ্য উপসমিতির প্রধান বেণুলাল বর্মণ। স্মরণিকা সম্পাদক আইনজীবী দেবাশিস সোম। স্মরণিকা উপসমিতিতে রয়েছেন অমলেন্দু ভট্টাচার্য, সঞ্জীব দেব লস্কর ও জয়দীপ বিশ্বাস। তাঁরা তিনজন অবশ্য নন-রোটারিয়ান।

রোটারি ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর অরিজিতকুমার এন্দো জানান, টক শো-তে মডারেটরের দায়িত্ব পালন করবেন পদ্মশ্রী মানস চৌধুরী। অংশ নেবেন একদিকে যেমন সুস্মিতা দেব, পার্থ চন্দ, দুলাল মিত্রের মত রাজনীতিবিদরা, তেমনি বিভূতিভূষণ গোস্বামী, অরিন্দম গুপ্ত, শুভদীপ দত্তের মত সাংবাদিকরা। সে দিনের প্রায় পুরো কর্মসূচিই হবে রাজীব ভবনে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা। তাতে মূলত গাইবেন জিটিভি-র সারেগামা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker