Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

রহমানপট্টির জয়দীপ ঘোষ নয়ডায় কোভিডে প্রয়াত
Silchar’s Joydeep Ghose dies of Covid in Noida

ওয়েটুবরাক, ২১ মে: জয়দীপ ঘোষ৷ বৃহত্তর মালুগ্রাম অঞ্চল এবং বন্ধুবান্ধবদের মধ্যে সোহন নামেই পরিচিত ছিলেন৷ বৃহস্পতিবার রাতে তিনি কোভিডে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ উত্তরপ্রদেশের নয়ডায় তিনি কর্মরত ছিলেন৷ সেখানকার এক বেসরকারি হাসপাতালেই প্রাণ হারান৷ বয়স হয়েছিল ৪৭ বছর৷ তিনি শিলচর শহরের রহমানপট্টির প্রয়াত দিলীপ ঘোষের জ্যেষ্ঠ পুত্র, পাইলট জয়রাজ ঘোষের দাদা৷

Rananuj

জয়দীপ ওরফে সোহন ঘোষের অকাল প্রয়াণের খবর শুক্রবার সকালে মালুগ্রাম-ইটখোলা অঞ্চল সহ শিলচর শহর জুড়ে  শোকের ছায়া নেমে আসে৷ ইটখোলা ক্লাবের পক্ষ থেকে শোকাহত সদস্যরা বলেন, সোহন ক্রিকেটার হিসেবে ক্লাবের হয়ে অনেকদিন খেলেছিলেন৷ ৯০ এর দশকে ইটখোলা ক্লাবের নিয়মিত ক্রিকেট খেলোয়াড় ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ও নিজের ব্যাটিং-বোলিংয়ের অলরাউন্ড পারদর্শিতায় ক্লাবের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ একাই জিতিয়েছিলেন তিনি৷

তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন কংগ্রেস নেতা তমালকান্তি বণিক, রোটারিয়ান চন্দনা পুরকায়স্থ সহ অনেকে৷ তমালবাবু বলেন, “আমরা একসঙ্গে হোলিক্রশে পড়াশোনা করেছি৷ পরে ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং কলেজে৷ পাশ করে কর্মসূত্রে নয়ডায় চলে গেলেও যোগাযোগ ছিল আমাদের৷” চন্দনা পুরকায়স্থের কথায়, তাঁদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল৷ আগে গোটা মালুগ্রাম অঞ্চলটাই একটা পাড়া ছিল৷ এর-ওর বাড়িতে বেশ যাতায়াত ছিল৷ সোহন বিয়েও করেছে মালুগ্রামে৷ দুই বাড়ির সকলের প্রতি সমবেদনা জানান চন্দনাদেবী|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker