Barak UpdatesHappeningsBreaking News

সাধারণতন্ত্র দিবসে উৎসবের চেহারা নেয় প্রত্যন্ত লাংলাছড়া

ব্যবস্থাপনায় শ্রীমা সারদা কোচিং সেন্টার

৩১ জানুয়ারি: জয়মতী কর্মকার শিশুকোলে মিউজিক্যাল চেয়ারে অংশ নিয়েছেন৷ শিশুরা নিজেরা গিয়ে বলছে, কবিতা বলবে, গান শোনাবে৷ সন্দীপ মাহাতো প্রথম শ্রেণির ছাত্র৷ সুন্দর বাংলা কবিতা বলল! দ্বিতীয় শ্রেণির সঙ্গীতা মাহাতো গাইল, মেরা মুলক, মেরা দেশ৷ পরে গোটা মাঠ মেতে ওঠে, ‘বল বল বল সবে’ গানে৷ কিশোরীরা বলল, দেশের গান শোনালাম৷ কে বলবে, এরা প্রশিক্ষণ নেয় না! পার্বতী কুর্মি কী সুন্দর গাইল, ‘হাম হোঙ্গে কামিয়াব’৷

No description available.সাধারণতন্ত্র দিবসে লাংলাছড়া বাগানের মাঠের এই দৃশ্য এটা৷ মূলত লাংলাছড়ার শ্রীমা সারদা কোচিং সেন্টারের উদ্যোগে প্রতি বছর এই আয়োজন করা হয়৷ তবে এখন তা গোটা লাংলাছড়া ও আশপাশের মানুষের উৎসব হয়ে উঠেছে৷ বাগান পঞ্চায়েত শ্যামল সাঁওতাল পুরস্কার দেওয়ার জন্য কিছু সামগ্রী কিনে নিয়ে এলেন৷ বিন্নাকান্দির বাগেশ্বর সিং পুরো সবজি দিলেন৷

No description available.বনভোজনের মুডে গ্রামের মানুষ নিজেরাই রান্না করলেন, পরিবেশন করলেন৷ জয়পুর রাজাবাজার থেকে কিশোরীরা অটো নিয়ে খেলতে চলে আসে৷ গোলাঘাট থেকে ওএনজিসির কাজে লাংলাছড়ায় রয়েছেন একদল যুবক৷ তারাও গিয়ে কাবাডিতে নাম লেখান৷ খেলাধূলা, গানবাজনা, খাওয়াদাওয়ায় দিনটি ভালই কাটে সকলের৷ পরে হয় পুরস্কার বিতরণী৷

No description available.এ বার শ্রীমা সারদা কোচিং সেন্টারের দশ বছর৷ এই সেন্টারের পরিচালনায় রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি৷ তাঁদের অন্যতম কর্মকর্তা সুপ্রদীপ দত্তরায় সকালেই দলবল নিয়ে শিলচর থেকে লাংলাছড়ায় চলে যান৷ এক প্রতিনিধি দল সারদা সংঘ (নতুনপট্টি মায়ের বাড়ি) থেকেও৷ গিয়েছিলেন লায়নস ক্লাব এবং সমকালের কয়েকজন সদস্যও ৷

রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এমন প্রত্যন্ত এলাকায় দশম শ্রেণি পর্যন্ত কোচিং করানোর যে আয়োজন করেছে, এতে সন্তোষ ব্যক্ত করেন সারদা সংঘের সংযুক্তা দাশগুপ্ত, লায়নস ক্লাবের অরিন্দম ভট্টাচার্য প্রমুখ৷ বিশেষভাবে উল্লেখ করেন জিপি সভাপতি শৈলেশ সাঁওতালের কথা৷ তিনিই সেন্টারের অধ্যক্ষ৷ মূলত তাঁর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হয় সাধারণতন্ত্র দিবসের এমন একটি অনুষ্ঠান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker