NE UpdatesHappeningsBreaking News
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল বিধানসভা, কমলাক্ষ-পীযুষের বাকযুদ্ধ
গুয়াহাটি, ১৭ মার্চ ঃ মাধ্যমিক পরীক্ষার অসমিয়া প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে শুক্রবার ষষ্ঠ দিনেও উত্তপ্ত হয়ে ওঠে আসাম বিধানসভার অধিবেশন। প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিরোধীরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সরকারের দিকে। এতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। কয়েকজন বিধায়ক বিধানসভায় শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া প্রশ্নপত্র ফাঁস হওয়া সংক্রান্ত এক প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, বিজ্ঞান ও অসমিয়ার মতো বাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না। যদি হয়ে থাকে, তবে সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিয়েছি কি, বলেন দেবব্রত।
এ বিষয়ে সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা বলেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ তিন দিনের মধ্যে আটক করেছে। অভিযুক্ত যুবক বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা পুলিশের সামনে স্বীকার করেছে। পাশাপাশি অসমিয়া প্রশ্নপত্র ফাঁস করার কথাও সে স্বীকার করেছে। বাকি বিষয় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিধানসভায় সবাইকে অবগত করেছেন। ফলে এ ব্যাপারে আমার আর বলার কিছু নেই।’
এরপর কংগ্রেস বিধায়ক রকিবুল হোসেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সম্পর্কে মাধ্যমিকের সবগুলো পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত করার ব্যাপারে শিক্ষাবিভাগ কোনও সিদ্ধান্ত নিয়েছে কি না তা নিয়ে শিক্ষামন্ত্রীকে সাংবাদিক বৈঠক সম্বোধন করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী এই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করার ঠিক আগমুহূর্তে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সদনে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা বলতেই মন্ত্রী পীযুষ হাজরিকা কংগ্রেস বিধায়ককে বাক্যবাণে বিদ্ধ করেন। এতে বিধানসভায় এক হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়। পরে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষামন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য আহ্বান জানান।