Barak UpdatesBreaking News

শ্রীজাত’র অনুষ্ঠান ঘিরে উত্তেজনা শিলচরে
Silchar tensed centering programme of Srijato

১২ জানুয়ারি : শনিবার সন্ধ্যারাতে কবি শ্রীজাত-এর অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলচরে। প্রতিবাদকারীরা অনুষ্ঠানস্থল শিলচরের রিয়া হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বার বার এই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে রাতে পুলিশ নামাতে বাধ্য হয় প্রশাসন।

কবি শ্রীজাত’র একটি কবিতা ঘিরে কিছুদিন থেকেই বিতর্ক চলছে। আর এ নিয়েই এ দিন সন্ধ্যায় গেরুয়াবাহিনী প্রতিবাদে সামিল হয়। ভেতরে যখন অনুষ্ঠান চলছিল, বাইরে থেকে কনডোম, কনডোম বলে আওয়াজ ওঠে। অনুষ্ঠান বন্ধের দাবি, জয়শ্রী রাম স্লোগানের মধ্যে আচমকা রিয়া হোটেলের কাঁচে দফায় দফায় ঢিল পড়ে।

পরে অবশ্য অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দাঙ্গা বাঁধাতে তৃণমূল কংগ্রেস দালালদের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রীজাতকে পরিকল্পিতভাবে এখানে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ‘এসো বলি’ নামে সাহিত্য, সংস্কৃতির নতুন সংগঠন জন্ম নিল শিলচরে। এই উপলক্ষেই আমন্ত্রিত অতিথি ছিলেন কবি শ্রীজাত। অন্যদিকে শ্রীজাত বললেন, ‘এই ঘটনার দায় আমার। কিন্তু শিলচরের মানুষ যেভাবে আমাকে আগলে রাখলেন, সেই ঋণ সঙ্গে নিয়েই কাল ফিরব।’ এসো বলি-র মুখ্য কর্মকর্তা সব্যসাচী রুদ্রগুপ্ত বললেন, সব কিছুর পরও শিলচরের মানুষ শ্রীজাতের পাশে দাঁড়িয়েছেন, তাতে শ্রীজাতেরই জয় হয়েছে।

Pic Credit:Jatayu

অনুষ্ঠানে শ্রীজাতের বক্তব্যের পর যখন এলাকার বাচিক শিল্পীদের সম্মাননা জ্ঞাপন চলছিল, তখনই সেখানে উপস্থিত হন বিজেপি নেতা বাসুদেব শর্মা। কিছু বলার অনুমতি চান। সুযোগ দিতেই প্রশ্ন শ্রীজাতের উদ্দেশ্যে প্রশ্ন করেন, মহাদেবের ত্রিশূলের মাথায় কন্ডোম, এ কী করে লিখলেন? সভায় আপত্তি ওঠে এই ধরনের প্রশ্নের। বাসুদেব বেরিয়ে যেতেই শুরু হয় জড়ো হতে থাকেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। চলে  বিক্ষোভ।

পরে শ্রীজাতের নিরাপত্তা, রাত্রিবাস নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন আয়োজকরা। অতিরিক্ত জেলাশাসক রণদীপ দাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি বিশাল বাহিনী নিয়ে পরিস্থিতি সামলান। রেড্ডি জানান, অনুমতি নিয়ে শ্রীজাতের সভা হয়েছে। কিন্তু বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। উভয় পক্ষ আপসে বিবাদ মিটিয়ে নেওয়ার কথা চলছে, নইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বাকি খবরের জন্য চোখ রাখুন)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker