Barak UpdatesHappeningsBreaking News
ডা. পিসি শর্মা পজিটিভ
Eminent cardiologist Dr. PC Sharma tests positive

22 জুলাইঃ এই অঞ্চলের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, পিসি হৃদয়ালয়ের কর্ণধার ডা. পিসি শর্মা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। জ্বর সহ কিছু উপসর্গ দেখা দিলে বুধবার তিনি শিলচর মেডিক্যাল কলেজে গিয়ে কোভিড টেস্ট করান। রেপিড অ্যান্টিজেন টেস্টেই তাঁর পজিটিভ ধরা পড়ে যায়। তাঁকে এখনই কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। প্রক্রিয়াগত কাজকর্ম চলছে বলে ডা. শর্মা জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতার জায়গায় আমি বিন্দুমাত্র খামতি রাখিনি। এর পরও কোন মুহূর্তে কীভাবে করোনা শরীরে ঢুকে পড়ল, কে জানে। ফলে প্রতিটি মানুষকে এখন অনেক বেশি সচেতন থাকতে হবে।