CultureBreaking News

বঙ্গসাহিত্যের কবিপ্রণাম: মোবাইলনির্ভর প্রতিযোগিতায় প্রথম সোমাভা, অঙ্কিতা, আদিত্য

৯ মে: করোনা ভাইরাস কাছাড়েও মারাত্মক চেহারা নিচ্ছে৷ এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সরকার সভা, অনুষ্ঠান ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি তাই এককভাবে কবিপ্রণামের আহ্বান জানিয়েছিল৷ শুক্রবার সকালে কবির প্রতিকৃতি বঙ্গভবন প্রাঙ্গণে ফুলে ফুলে সাজিয়ে রাখা হয়৷ বিভিন্ন সময়ে গিয়ে সদস্য-কর্মকর্তারা গুরুদেবের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন৷ তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, প্রদীপ আচার্য, তাপসী দত্ত, অমিতাভ পাল, উত্তমকুমার সাহা প্রমুখ৷ তাপসীদেবী রবিঠাকুরের পায়ে ফুল দিয়ে নিজে থেকেই গেয়ে ওঠেন৷ সঙ্গীতাঞ্জলির জন্য যে শ্রোতার প্রয়োজন পড়ে না৷

এ দিকে, লকডাউনেও রবীন্দ্রচর্চা অব্যাহত রাখার জন্য বঙ্গসাহিত্যের আঞ্চলিক সমিতি আয়োজন করেছিল রবীন্দ্র বিষয়ক প্রতিযোগিতা, ‘কম কথায় সব কথা বলুন৷’ তাতে ক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ক্রমে আদিত্য দে, দিবায়ন দাস ও হিমবন্ত ভট্টাচার্য৷ খ বিভাগে পুরস্কারের জন্য শুধু অঙ্কিতা পালের লেখাই মনোনীত হয়েছে৷ গ বিভাগে সোমাভা বিশ্বাস প্রথম স্থান অধিকার করেছেন৷ দ্বিতীয় ইন্দ্রাণী ভট্টাচার্য, তৃতীয় দেবমিতা রায়চৌধুরী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker