India & World UpdatesHappeningsBreaking News
শুক্রবার আফগানিস্থান থেকে দেশে ফিরলেন আরও ২৬০ ভারতীয়
২৭ আগস্ট : আফগানিস্থানের পরিস্থিতি এখনও অশান্ত রয়েছে। ভারত অবশ্য গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, আফগানিস্থান থেকে ভারতে আসা শরণার্থীদের জন্য ছ-মাসের ই-ভিসার বন্দোবস্ত করেছে ভারত। তবে পরবর্তী পদক্ষেপ এখনও ঠিক হয়নি। আফগানিস্থানে ভারতীয়দের নিরাপত্তা এবং তাঁদের দেশে ফিরিয়ে আনাই এখন প্রথম এবং প্রধান কর্তব্য বলে তিনি উল্লেখ করেছেন। আপাতত সে দেশের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েই চলবে ভারত।
এদিকে অপারেশন দেবী শক্তির অধীনে আফগানিস্তান থেকে ৬টি বিমানে ৫৫০ জনকে ভারতে আনা হয়েছে শুক্রবার। যার মধ্যে ২৬০ জন ভারতীয় নাগরিক। আফগানিস্থান থেকে এখনও কিছু মানুষকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। আফগানিস্থান সংকট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে ভারত যার মধ্যে রয়েছে আমেরিকা, ইরান এবং উজবেকিস্তানের মতো দেশগুলি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, আফগানিস্তান থেকে ভারতে শেষ যে বিমানটি এসেছে, তাতে মাত্র ৪০ জনকে আনা সম্ভব হয়েছে। বহু মানুষ বিমানবন্দরে পৌঁছতে পারেননি। গত ২৫ আগস্ট আফগান নাগরিক এবং আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে এয়ারপোর্টে যেতে বাধা দেওয়া হয়েছে। যার ফলে তাঁদের রেখেই দিল্লিগামী বিমান উড়ে এসেছে।
আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই ভারতীয়দের পাশাপাশি আফগান নাগরিকদেরও সে দেশ থেকে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে ভারত। এর আগে ২২৮ জন ভারতীয় সহ মোট ৬২৬ জনকে আফগানিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এঁদের মধ্যে ৭৭ জন আফগান শিখ। ভারতীয় দূতাবাসে কর্মরতদের অবশ্য এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেই দাবি করেছেন মন্ত্রী।