Barak UpdatesHappeningsBreaking News

লকডাউনে দুস্থদের খাবার সামগ্রী বিতরণ শুরু শিলচর রামকৃষ্ণ মিশনের
Silchar Ramakrishna Mission distribute food items among the poor

৭ এপ্রিল : লকডাউনের মধ্যে প্রতিদিন কাছাড় জেলার বিভিন্ন স্থানে গরিবদের সেবা করে যাচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন। কর্তৃপক্ষ ৪ এপ্রিল থেকে প্রতিদিন দুঃস্থ পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে। সোমবার উধারবন্দ অঞ্চলের বিভিন্ন স্থানে এইসব সামগ্রী বিতরণ করে। এ দিন উধারবন্দের লারসিং, টিকলপার, পানগ্রাম, দয়াপুর ইত্যাদি স্থানে এই অভিযান চালানো হয়েছে। যাঁদের রেশন কার্ড নেই বা এখনও যারা সরকারি সাহায্য পাননি, এমন ২০০ পরিবারকে এ দিন সহায়তা করা হয়েছে। এই সুবিধা প্রাপকদের হাতে চাল, ডাল, লবণ, তেল, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। এই সামগ্রী বিতরণ পর্বে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধিশানন্দজি মহারাজ, নিহাল মহারাজ ও সেবাশ্রমের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এর আগেও একইভাবে রবিবার মিশনের পক্ষ থেকে সেবাশ্রমের আশপাশ এলাকায় ৩১৫টি দুঃস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ২০০ গ্রাম তেল ও স্যানিটাইজেশনের জন্য একটি করে সাবান দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker