Barak UpdatesHappeningsBreaking News
শিলচর বইমেলার উদ্বোধন, চলবে তিনদিনSilchar Book Fair begins on Saturday
১৯ ডিসেম্বরঃ কোভিড পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকতা ধরে রাখল শিলচর বইমেলা কমিটি। বাইরের প্রকাশক বা বই বিক্রেতাদের পক্ষে এ বার আসা সম্ভব নয় জেনেও তাঁরা পিছিয়ে যাননি। বরং ক্ষুদ্র পরিসরেই আয়োজন করেন শিলচর বইমেলার। স্থান বদলে ও সময় কমিয়ে নেন তাঁরা। এই বছর মেলা হচ্ছে মাত্র তিনদিনের, ইলোরা হেরিটেজে। শনিবার প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ। সঙ্গে ছিলেন কবি-চিকিতসক শিশির বিশ্বাস, কমিটির কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, বন্দনা সাহা, হিমাশিস ভট্টাচার্য, সুজয়া ভট্টাচার্য, শতদল আচার্য প্রমুখ।
স্বামী গণধীশানন্দ সঙ্কটের মধ্যে বইমেলার ধারাবাহিকতার প্রয়াসের সাধুবাদ জানান। স্বর্ণালী চৌধুরী জানান, স্থানীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের নিয়েই এ বারের বইমেলা। এরও একটা ভিন্ন আমেজ রয়েছে। প্রথমদিনে স্থানীয় দশটি প্রকাশনা সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে। আগামী দুইদিন সংখ্যাটি আরও কিছু বাড়বে। তিনি বইমেলায় সবাইকে মাস্ক করে যেতে অনুরোধ করেন। মাস্ক ছাড়া কাউকে ঢুকতেই দেওয়া হবে না বলে জানিয়ে দেন মেলা কমিটির কর্মকর্তারা।