Barak UpdatesBreaking News
শিলচর-আগরতলা বিশেষ ট্রেনের যাত্রা শুরুSilchar-Agartala tri-weekly special train started its journey on 2 May from Silchar
আগরতলা থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত পৌনে এগারোটায় ০৫৬২৮ হিসেবে রওয়ানা হবে। শিলচর থেকে ০৫৬২৭ হিসেবে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার ভোর সাড়ে ছয়টায় ছাড়বে। গরমের মরসুমে অতিরিক্ত ভিড় সামলাতেই এই ট্রেন চালানো হবে।
শিলচর রেলস্টেশনের সুপার বিপ্লব দাস জানান, বিশেষ ট্রেনে প্রথম দিন তেমন ভিড় হয়নি। তবে যাত্রীদের যে গতিপ্রকৃতি দেখা গেছে, তাতে মনে হচ্ছে, এই ট্রেনে যাত্রী বাড়বে। বিপ্লববাবুর ধারণা, এই বিশেষ ট্রেন ঠিকঠাক চললে একে নিয়মিত করা হতে পারে।
দুই স্টেশনের মধ্যে বদরপুর, নিউ করিমগঞ্জ, ধর্মনগর, আমবাসা ও তেলিয়ামুড়ায় দুই মিনিট করে থামবে। করিমগঞ্জ বা অন্যত্র থামবে না। এই ট্রেনে দুটি এসি থ্রি টায়ার, সাতটি স্লিপার, তিনটি জেনারেল এবং দুটি এসএলআর থাকবে।
April 25: With the onset of summer season, the rush of commuters in railways for spending vacation will be on the rise. To cope up with the extra rush during summer, Northeast Frontier Railway has decided to start a Tri-weekly Special train between Silchar & Agartala from 1 May, 2019. The travel time will be around 6 hours 15 minutes. Train No. 05627 Silchar-Agartala Special Express Train was flagged off on 2 May morning at 6.30 from Silchar Railway Station.
Speaking to way2barak, Biplob Das, Station Superintendent of Silchar said that if it is found that the special train is able to attract good number of passengers, than there is heavy possibility that the railways may make this train regular. The train will, however, run for only 27 trips as of now. Train No.05628 will depart from Agartala on every Wednesday, Thursday & Friday at 10.45 PM and will reach Silchar at 4.55 AM. This train will be available from Agartala from 1 May to 28 June.
Similarly, the Train No. 05627 will depart from Silchar on every Thursday, Friday and Saturday at 6:30 AM and will reach Agartala at 1 AM. The train will also run for only 27 trips and will be available from Silchar from 1 May to 29 June.
The train will consist of 14 coaches, which will include two AC-3-tier coaches, seven sleeper class coaches, general second class coaches and two SLR/D coaches.