CultureBreaking News

প্লাস্টিক ব্যবহারের বিকল্প চিন্তায় শুকতারা
Shuktara discusses ways & means to overcome environmental pollution

৫ ফেব্রুয়ারি : শুকতারা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শনিবার, ২ ফেব্রুয়ারি ‘প্লাস্টিক দূষণ ও উত্তরণের বিকল্প চিন্তা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিলচর জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এই আলোচনায় প্লাস্টিক ব্যবহারে দৈনন্দিন জীবনে পড়া বিরূপ প্রভাব এবং তা নিরসনে বিকল্প চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

Rananuj

বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভার মুখ্য অতিথি কবি, সাহিত্যিক ও সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রি শেখর দাস, করিমগঞ্জ কলেজের অধ্যাপক প্রদীপ কুমার নাথ, কাছাড় কাগজ কলের আধিকারিক পি কে গুপ্তা, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, পিএনসি চেয়ারম্যান হারাণ দে প্রমুখ।

Also Read: ২ ফেব্রুয়ারি জেলা গ্রন্থাগারে শুকতারার আয়োজন

এ দিক আলোচনা সভার শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে শুকতারা। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস এবং কলকাতা থেকে আসা কণ্ঠশিল্পী তানিয়া পাল।

এছাড়াও অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ নানা স্বাদের অনুষ্ঠান উপহার দেন। সঙ্গে আবহ সঙ্গীতে কলকাতা থেকে আসা আবহ সঙ্গীতকার শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে একক ও দ্বৈতকণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন বরাক উপত্যকার দুই বাচিক শিল্পী অমিত শিকিদার ও পরমা বন্দ্যোপাধ্যায়।

শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতীন দাশ সহ বিশিষ্ট জনেরা। এ দিন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সভাপতি শৈবাল শোভব দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker