Barak UpdatesHappeningsBusinessBreaking News
ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠকের পরই কাছাড়ে কার্যকর হবে দোকান খোলার নির্দেশিকাShops to open in Cachar only after meeting of administration with merchant organisations
Lockdown to continue in Cachar till relaxations are notified by DC on Monday
3 মেঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে রাজ্য সরকার দোকানপাট খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলাতেও তা কার্যকর হবে৷ তবে দোকান খোলার বিষয়ে যেহেতু নানা শর্ত আরোপ করা হয়েছে, তাই এ নিয়ে আলোচনার জন্য ব্যবসায়ী সমিতিগুলিকে সোমবার বেলা সাড়ে ১১টায় আহ্বান জানিয়েছেন৷ এই প্রেক্ষিতে জেলাশাসক বর্ণালী শর্মা বলেন, সেই বৈঠকে যাবতীয় বিষয়াদি চূড়ান্ত হবে৷ ফলে ওই বৈঠকের পরই দোকানপাট খোলা হবে৷
জেলাশাসকের কথায়, গ্রিনজোনে নানা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বটে, কিন্তু লকডাউন উঠে যায়নি, করোনার প্রকোপ শেষ হয়ে যায়নি৷ তাই সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে, সবাইকে সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে৷
Notification regarding opening of shops etc in Cachar district will be issued by the Deputy Commissioner on Monday only after the meeting with the business organisations. DC Sharma further said that relaxations were announced in green zones, but that does not mean that lockdown is over or coronavirus threat has gone. As such, she urged upon all to obey government guidelines and act wisely.
Well thought decision…the guidelines set centrally to be imposed in the District according to the actual conditions prevailing here presently in different settings agreeing with citizens forum so that the guidelines are followed properly in the interest of public safety….