Barak UpdatesHappenings
১৯ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের আর্জি মানল পরিষদ, দাবি বরাক বঙ্গের
গুয়াহাটি গিয়ে সচিবের সঙ্গে দেখা করলেন দুই প্রতিনিধি
February 6, 2021
৬ ফেব্রুয়ারি : অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সূচিতে ১৯ মে দিনটি না রাখার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলনের আর্জি মেনে নিয়েছে পরিষদ। বিষয়টি নিয়ে বরাক বঙ্গ আগেই দাবি উত্থাপন করেছিল পরিষদের কাছে। কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার সূচি বদল না করায় শুক্রবার গুয়াহাটিতে পরিষদ ভবনে গিয়ে এ নিয়ে সচিব রমেশ চন্দ্র চুটিয়ার সঙ্গে দেখা করে জোরালো দাবি জানান বরাকবঙ্গের বর্তমান ও প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্রমে গৌতম প্রসাদ দত্ত ও সব্যসাচী রায়।
কেন ওই দিনটিতে পরীক্ষা রাখা উচিত হবে না, সে সম্পর্কে সন্মেলনের লিখিত বক্তব্যের আধারে আলোচনা শোনার পর সচিব চুটিয়া পরীক্ষা নিয়ন্ত্রককে বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বরাকবঙ্গের প্রতিনিধি দল এরপর অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদে (সেবা) গিয়ে চেয়ারম্যান ও সচিবকে না পেয়ে নবম ও দশম শ্রেণীর বিতর্কিত বাংলা দ্রুতপঠন ‘বৈচিত্র্যপূর্ণ অসম ‘ বইটিতে বরাক উপত্যকার জনবিন্যাস সম্পর্কে ভ্রান্ত ও বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত অ্যাকাডেমিক অফিসার রুমালি ভরালীর সঙ্গে দেখা করে তা সংশোধনের দাবি জানান। তাঁরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, ইতিপূর্বে সম্মেলনের তরফে এ সম্পর্কে পর্ষদকে চিঠি দেওয়া হলেও তা সংশোধনে ব্যবস্থা নেওয়া হয়নি। বরাকে বঙ্গীয় সমাজ বলে কোনও জাতিগোষ্ঠী বসবাস করে না বলে পরিষ্কারভাবে জানিয়ে প্রতিনিধি দল বলেন, বরাকে যারা বসবাস করেন তারা বাঙালি। এটা বদলের আর্জি না মেনে ‘আদিপাঠ’ নামে নতুন এক পাঠ সংযোজন করে বরাকের বাঙালি জাতিসত্তার পরিচয়ে ধর্মীয় বিভাজনের বিকৃত তথ্য প্রকাশ করা হয়েছে। এটারও পরিবর্তন চেয়েছেন প্রতিনিধি দল। জবাবে ভরালী এই বই সম্পর্কে বরাকবঙ্গকে পর্যবেক্ষণ প্রতিবেদন পেশ করতে বলেন। এই প্রতিবেদন পাওয়ার পর পর্ষদ তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
প্রতিনিধি দলের দুই সদস্য এদিন অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতার সঙ্গে দেখা করে বরাকের আর্থ-সামাজিক বিষয়ে উপযুক্ত মানের তথ্যপূর্ণ গ্রন্থ প্রকাশ ও উপত্যকায় রাজ্য ভিত্তিক বহুভাষিক কবি সন্মেলন ও আলোচনা চক্রের প্রস্তাব দেন। উভয় প্রস্তাবই কলিতা সাদরে গ্রহণ করে জানান পরিষদ আগামীতে বরাক নিয়ে আরও ভাববে।