Barak UpdatesBreaking News

১০ টাকার কয়েন নিতে অস্বীকার দোকানির, ডিসিকে চিঠি দিয়ে নালিশ ক্রেতার
Shop owner refuses to accept Rs.10 coin, Ward Commissioner lodges complaint with DC

১৭ জুলাইঃ ফের ১০ টাকার কয়েন না নেওয়ায় জেলাশাসকের কাছে এক দোকানির বিরুদ্ধে অভিযোগ করলেন ক্রেতা। এমনকি ওই দোকানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও আর্জি জানান তিনি।

শিলচর শহরে এমন ঘটনা নতুন নয়। মাত্র কয়েকদিন আগে ১০ টাকার কয়েন নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল শহরের একটি মলে। মল কর্তৃপক্ষ কয়েন না নেওয়ায় গ্রাহকের অভিযোগ পেয়ে ছুটে এসেছিলেন ম্যাজিস্ট্রেটও। সঙ্গে মানবাধিকার কর্মীরা। প্রশাসন তখন কড়াভাবে জানিয়ে দিয়েছিল, ১০ টাকার কয়েন না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর কয়েকদিন যেতে না যেতে আবারও ১০ টাকার কয়েন নিয়ে এক দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করলেন এক ক্রেতা। তিনি পুরো ঘটনার কথা জানিয়ে চিঠি দিয়েছেন জেলাশাসককে।

শিলচর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার রাখি চৌধুরী একজন ক্রেতা হিসেবেই জেলাশাসককে এই চিঠি দিয়েছেন। এতে তিনি লিখেছেন, কলেজ রোড পুরসভার ৫নং বক্স স্টলে গত ১৪ জুলাই বিকেল তিনটায় তিনি মোবাইল রিচার্জ করতে গিয়েছিলেন। মোট ১৭০ টাকার মধ্যে অন্য নোটের সঙ্গে তিনি একটি ১০ টাকার কয়েনও দেন। কিন্তু দোকান মালিক তাঁর কাছ থেকে ১০ টাকার কয়েন নেননি। উলটে তাঁকে বলেছেন, তিনি শিলচরে নতুন এসেছেন কি না। এখানে ১০ টাকার কয়েন অচল। তখন ক্রেতা বার বার ১০ টাকার মুদ্রার বৈধতা সম্পর্কে তাঁকে বোঝালেও দোকানি তা বুঝতে রাজি হননি। এরপরই তিনি জেলাশাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়াছেন। শুধু তাই নয়, দোকানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান জেলাশাসককে।

Also Read: ১০ টাকার কয়েন নিতে আপত্তি, শিলচরে শপিংমলের বিরুদ্ধে মামলা ক্রেতার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker