Barak UpdatesHappenings

ছাত্রীকে যৌন নির্যাতন, হাজতে আসাম বিশ্ববিদ্যালয়ের আরবি অধ্যাপক
Sexual harassment of Student, Professor of Assam University arrested

ফের লজ্জাজনক ঘটনা আসাম বিশ্ববিদ্যালয়ে। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল এক অধ্যাপককে। তাঁরই ছাত্রী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।

Rananuj

পুলিশ সুপার রাকেশ রৌশন জানিয়েছেন, অভিযোগ পেয়েই তাঁরা প্রাথমিক তদন্ত সেরে নেন। পরে রাতে বাড়ি থেকে তুলে আনা হয় আরবি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বড়ভুইয়াকে। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানও। ছাত্রীটি এই বছরই আরবিতে এমএ পাশ করেছেন। তাঁর অভিযোগ, এই বছরের মে মাসে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার ঠিক আগে নিজের চেম্বারে ডেকে নিয়ে নজরুল ইসলাম মাঝারভুইয়া তাঁর শ্লীলতাহানি করে। পুরো বিশ্ববিদ্যালয় পর্বেই তাঁকে নানাভাবে মানসিক নিপীড়ন করেছেন এই শিক্ষক। চেম্বারের ঘটনার পরে এর মাত্রা বেড়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কাউকে কিছু না জানানোর জন্য নিয়মিত হুমকি দিচ্ছিলেন। এর ভিডিও-ও তাঁর হাতে রয়েছে বলে ছাত্রীটি পুলিশকে জানিয়েছে।

ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩৫৪ ধারায় গ্রেফতার করে তাঁকে আজ আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয় আরবি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপককে। তাঁর বক্তব্য, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। বিচারক অবশ্য এখনই তাঁর বক্তব্য মানতে নারাজ। জামিনের আবেদন নাকচ করে তিনি তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

A shameful incident again occurred at Assam University, Silchar. A Professor was arrested on charges of sexual harassment at work place. The allegation of sexual harassment was brought by his student.

Police Superintendent Rakesh Raushan said that after receiving the complaint they have immediately done the initial investigation. After that, Assistant Professor of Arabic Department, Nazrul Islam Barbhuiya was arrested from his house at night. Nazrul Islam Barbhuiya is also the head of the department of Arabic of Assam University, Silchar.

It has been learnt that the female student who lodged the complaint against Barbhuiya completed her Masters in Arabic in this year. She alleged that in the month of May2018, when she was studying in M.A 4th Semester, her teacher Nazrul Islam Barbhuiya called her to his chamber and molested her there. She also said that in her entire tenure of a student in the varsity, Barbhuiya mentally tortured her on many pretexts. The degree of mental harassment increased after the incident which happened in his chamber. He regularly threatened her with dire consequences if she informed anything to university authority. The girl further informed the police that she has videos with her to prove her point.

Nazrul Islam Barbhuiya was booked under Section 354 of IPC. He was produced in the court today. The court directed him to be sent to the prison. On the flip side, the accused teacher Barbhuiya claimed that he was innocent and has been wrongfully framed by the girl. The judge, however, failed to believe the view of Barbhuiya. Turning down his bail petition, the court directed to take him in judicial custody.

Related Articles

2 Comments

    1. Thanks Dr. Kar for your words of inspiration. We hope to find you beside us in the future also.

      Regards
      Team way2barak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker