Barak UpdatesHappeningsBreaking News

নাড্ডার সভার পাশেই পড়ে কাতরাচ্ছেন দুর্ঘটনায় জখম মহিলা!

১০ জানুয়ারি: একেবারে পাশেই আরপিএফ থানা৷ কয়েক পা ফেললে তারাপুর পুলিশ ফাঁড়ি৷ একশো মিটারের মধ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডার জনসভার জন্য পুলিশ প্যারেড গ্রাউন্ড তৈরি৷ ঘনঘন নেতারা যাতায়াত করছেন৷ কিন্তু ট্রাঙ্ক রোডে আরপিএফ থানার ঠিক বিপরীতে তিনদিন ধরে কাতরাচ্ছেন দুর্ঘটনায় জখম এক মহিলা৷ হাসপাতালে পাঠানোর কেউ নেই৷

পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুরের গোপালনগর বাগান অঞ্চলের বাসিন্দা বিন্দিয়া দাস বৃহস্পতিবারের ট্রেনে আগরতলা থেকে শিলচরে আসেন স্বামীর খোঁজে৷ বেশ কয়েক বছর আগে শিলচরের এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিয়ে হয়েছিল৷ স্বামী মারপিট করত বলে বাবা বাড়ি নিয়ে যান৷ শিলচরের কিছুই তার চেনা হয়নি তখন৷ এমনকি শিলচরে কোথায় তার শ্বশুরবাড়ি, তাও বলতে পারেন না৷ কয়েকমাস আগে বাবা হারাধন দাস মারা যান৷ ঘরে শুধু বৃদ্ধ মা৷ মনে হয়েছে, এ বার স্বামীকে খুঁজে বার করবেন৷

আগরতলা থেকে শিলচরে চলে আসেন৷ বৃহস্পতিবার শিলচরে ট্রেন থেকে নেমে দিশাহারা হয়ে পড়েন তিনি৷ শীতের রাত৷ কোথায় যাবেন এখন, কাকে জিজ্ঞাসা করবেন! শেষে রেলস্টেশনের ট্রাঙ্করোড কোণায় বসে রাত কাটিয়ে দেন৷

তাঁর কথায়, শুক্রবার ভোরে একটি গাড়ি তাকে ধাক্কা মারে৷ কোমর-হাত-বুকে প্রচণ্ড চোট পান৷ সারা সকাল চিৎকার করে কান্নাকাটি করেন৷ স্থানীয় জনতা এবং পথচলতি মানুষ পাগল ভেবে তার কান্নাকাটিতে গুরুত্ব দেননি৷ রাস্তার পাশেই চোট নিয়ে পড়ে আছেন তিনদিন ধরে৷ নড়তে চড়তে পারেন না বলে স্নান-খাওয়া নেই৷ স্বামীর খোঁজে এসে নিজেই এখন প্রকৃত অর্থে মৃত্যুপথযাত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker