NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
Senior citizens raises demand to try Rail station gang rape case in fast track court রেলস্টেশনে গণধর্ষণ: ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চান সক্রিয়পন্থী প্রবীণরা
১৩ জানুয়ারি: শিলচর রেলস্টেশনে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷ তারা এই মামলার বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করার আর্জি জানিয়েছেন৷ মঞ্চের কার্যবাহী সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে নারী-শিশু-বৃদ্ধদের নিরাপত্তার দিকে বিশেষ দৃষ্টি দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান৷
তাঁরা বলেন, সমাজবিরোধীরা এই মানুষগুলিকেই তাদের শিকার বানায়৷ মঞ্চের আর্জি, পুলিশ যেন ড্রাগসে আসক্ত, ড্রাগস পাচারকারী ও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে৷ শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি বসানোর জন্যও দিলীপবাবুরা জেলাশাসক, পুলিশ সুপার ও পুরসভার সভাপতির কাছে দাবি জানান৷