India & World UpdatesHappeningsBreaking News
বাজেট: ৭৫-ঊর্ধ্বদের রিটার্ন লাগবে নাSenior citizens over 75 years exempted from filing IT returns
১ ফেব্রুয়ারি: এবারের বাজেট প্রস্তাবে ক্ষুদ্র করদাতাদের উপর থেকে করের বোঝা কমিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কর প্রশাসনকে আরও সহজ করে দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য করের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। ৭৫ বছর এবং তাঁর উর্ধ্বে, যারা শুধু পেনশন এবং সুদের উপর নির্ভর করেন, তাঁদের আইটি রিটার্ন ফাইল করতে হবে না।শেয়ার ডিভিডেন্ট থেকে কাটা হবে না টিডিএস৷
এ ছাড়া, সীতারমন ফেসলেস কর প্রশাসনের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের প্রস্তাব দিয়েছেন।প্রত্যক্ষ করেও একগুচ্ছ সংস্কার করা হয়েছে। কমানো হয়েছে কর্পোরেট কর।
এক নজরে
• স্টার্ট আপগুলিকে আরও একবছর কর ছাড়
• দেরিতে ইপিএফ জমা দেওয়া সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা
• জিএসটি আদায় সরল করা হবে
• মোবাইল ফোনের যন্ত্রাংশে ২.৫ শতাংশ আমদানি শুল্ক
• টানেল বোরিং মেশিনের যন্ত্রাংশে শুল্ক ছাড়
• সোনা-রুপোয় আমদানি শুল্ক পর্যালোচনা
• ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণের সুদে ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়
• পরিযায়ী শ্রমিকদের স্বল্প ভাড়ায় ঘর দেওয়ার পরিকল্পনা
• দেরিতে পিএফ-এর টাকা জমা করলে টাকা যাবে না
• ৭৫ বা তার বেশি বয়স হলে আয়করে সম্পূর্ণ ছাড়
• সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। মহিলারাও এই সুবিধা পাবেন। নাইট শিফ্টে কাজ করতে পারবেন মহিলারা। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
• চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি বরাদ্দ৷ তাতে বাংলা ও অসমের চা শ্রমিকরা উপকৃত হবেন, বিশেষ করে নারী ও শিশুরা৷
• গগনযান মিশনে রাশিয়ায় ট্রেনিং ৪ মহাকাশচারীর
• সৈনিক স্কুল হবে পিপিপি মডেলে
• জাতীয় অনুবাদ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যাতে সরকারি নথি সব প্রাদেশিক ভাষায় পড়া যায়
• আদিবাসী এলাকায় ৭৫০ নয়া একলব্য মডেল স্কুল
• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি। পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ
• মাছ ধরার জন্য ৫টি নতুন বন্দর
• উজ্জ্বলা যোজনার আওতায় গরিব পরিবারে এলপিজি
• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি
• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি
• জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন
• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি
• তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন
• জম্মু-কাশ্মীরে গ্যাসলাইন প্রকল্প