Barak UpdatesSports
মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন শেহরিনSehrin lifts BUKSS Media Cricket Cup
শনিবার সকালে প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে শুরু করে শেহরিন দল। প্রথমে ব্যাট করতে নেমে দলের খেলোয়াড়রা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করেন। এই রান টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। শেহরিনের পক্ষে অধিনায়ক অনিরুদ্ধ লস্কর ৯০ রানের এক বিশাল ইনিংস খেলেছেন।
তাঁর এই রানও বাকস আয়োজিত মিডিয়া ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড। অন্য খেলোয়াড়দের মধ্যে শ্যাম সিনহা ২৯ এবং ভোলা নাথ ১৭ রান করেন। ত্রিনয়নী নিউজ রকার্সের হয়ে মলিন শর্মা ও গণেশ নন্দী দুটি করে উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নেমে প্রথম থেকেই ছন্দহীন ছিল ত্রিনয়নী। ২০ ওভারে দলের মোট রান ৯ উইকেটের বিনিময়ে ১২৭। ঋষভ পুরকায়স্থ ছাড়া দলের আর কেউই তেমন রান পাননি। ঋষভ সর্বোচ্চ ৪৯ রান করেছেন। ২টি অনবদ্য ছক্কাও রয়েছে এর মধ্যে। প্রীতম দাস দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান যোগ করেন। শেহরিনের হয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছেন পিন্টু শুক্লবৈদ্য ও বিমান সিনহা।
এ দিকে, ফাইনালের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা ডিআরডিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার মধুমিতা চৌধুরী। ছিলেন বিভিন্ন দলের পৃষ্ঠপোষক ও আমন্ত্রিত অতিথিরা। তাদের হাত দিয়েই ম্যাচের সেরাদের পুরস্কৃত করা হয়।
ফাইনালে মোমেন্ট অব দ্য ম্যাচের খেতাব পান মলিন শর্মা। সুপার সিক্সারের পুরস্কার গেছে ঋষভ পুরকায়স্থের ঝুলিতে। সুপার সিনিয়র খেতাব পান শ্যাম সিনহা। ফাইনালের সেরা হয়েছেন অনিরুদ্ধ লস্কর। অন্যদিকে, টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারীর খেতাবও পেয়েছেন অনিরুদ্ধ। পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাবটিও। তিনি ৪টি ম্যাচে ১৯৩ রান করেন। সবথেকে বেশি উইকেট পেয়েছেন অশোক রাজকুমার। তিনি ৪টি ম্যাচে ৯টি উইকেট পেয়েছেন। সেরা ফিল্ডার বিমান সিনহা। সেরা উইকেট রক্ষকের পুরস্কার পান প্রীতম দাস।