Barak UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রদ্রোহের মামলা : রবিবার মধ্যশহরে সাংবাদিকদের সভাSedition case: Meeting called by media persons on Sunday
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : বরাক বুলেটিন নিউজ পোর্টালের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে তাঁকে ৬ ডিসেম্বর শিলচর সদর থানায় তলব করেছে।
একজন সাংবাদিক কোন ইস্যুতে লিখবেন বা বলবেন, এটা দেশের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার। এ কথা জানিয়ে শিলচরের নবীন-প্রবীণ সাংবাদিকরা বলেন, শুধুমাত্র মত প্রকাশের জন্য এভাবে দেশদ্রোহিতার মতো ঔপনিবেশিক কালো আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের শুধু বরাক উপত্যকায় নয়, এই রাজ্যেও বিরল ঘটনা। এভাবেই মিথ্যা মামলা করে সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা হচ্ছে।
এমন জঘন্য, অগণতান্ত্রিক ও বেআইনি মামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা সময়ের দাবি বলে উল্লেখ করেন তাঁরা। তাই শিলচরের সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ৫ ডিসেম্বর, রবিবার, বেলা বারোটায় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই সভায় সকল সাংবাদিকদের উপস্থিত থেকে ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার বিরুদ্ধে গর্জে ওঠার আন্তরিক অনুরোধ জানান পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি।