Barak UpdatesHappeningsBreaking News

রাষ্ট্রদ্রোহের মামলা : রবিবার মধ্যশহরে সাংবাদিকদের সভা
Sedition case: Meeting called by media persons on Sunday

ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : বরাক বুলেটিন নিউজ পোর্টালের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে তাঁকে ৬ ডিসেম্বর শিলচর সদর থানায় তলব করেছে।

Rananuj

একজন সাংবাদিক কোন ইস্যুতে লিখবেন বা বলবেন, এটা দেশের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার। এ কথা জানিয়ে শিলচরের নবীন-প্রবীণ সাংবাদিকরা বলেন, শুধুমাত্র মত প্রকাশের জন্য এভাবে দেশদ্রোহিতার মতো ঔপনিবেশিক কালো আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের শুধু বরাক উপত্যকায় নয়, এই রাজ্যেও বিরল ঘটনা। এভাবেই মিথ্যা মামলা করে সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা হচ্ছে।

এমন জঘন্য, অগণতান্ত্রিক ও বেআইনি মামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা সময়ের দাবি বলে উল্লেখ করেন তাঁরা। তাই শিলচরের সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ৫ ডিসেম্বর, রবিবার, বেলা বারোটায় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই সভায়  সকল সাংবাদিকদের  উপস্থিত থেকে ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার বিরুদ্ধে গর্জে ওঠার আন্তরিক অনুরোধ জানান পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker