NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সীমান্ত সমস্যা, বুধবার মিজোরামে মুখ্যমন্ত্রীর আহ্বানে বিশেষ বৈঠক
ওয়েটুবরাক, ১৩ জুলাইঃ আসামের সঙ্গে সীমান্ত সমস্যা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থায় কী করণীয়, সে নিয়ে আলোচনার জন্য বিশেষ বৈঠক ডেকেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা। সকাল এগারোটায় ওই বৈঠক শুরু হবে। তাতে বিরোধী দলের প্রতিনিধি, বিভিন্ন এনজিও এবং গির্জা কমিটিগুলিকেও অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কথা জানিয়ে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচাম লিয়ানা জানান, গত সপ্তাহে আসাম পুলিশ বুয়ারচেপ এলাকার প্রচুর ফসলের ক্ষতি করেছে। আসাম সরকারকে এর ক্ষতিপূরণ দিতে হবে। এর বেশি ক্ষতি যেন আর করতে না পারে, সে ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলেও লালচাম জানিয়েছেন। তিনি বলেন, বুয়াপচেপ এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।