Barak UpdatesHappeningsBreaking News

ধোয়ারবন্দের বহু এলাকা কন্টেনমেন্ট জোন, অস্থায়ী হাসপাতালও তৈরি

ওয়েটুবরাক, ২৮ মে: ধোয়ারবন্দ বাজারের বিভিন্ন অংশ কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে৷

কোভিডের ভয়াবহতার মধ্যেও ধোয়ারবন্দ অঞ্চলে মানুষ অবাধ চলাফেরা করছেন৷ মাস্ক পরলেও পারস্পরিক দূরত্বের কথা কেউ মেনে চলেন না৷ এ ব্যাপারে কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন  ধোয়ারবন্দ জিপির এপি সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি। তিনি জেলাশাসকের সঙ্গে ফোনে এ নিয়ে কথা বলেন৷ তারই প্রেক্ষিতে আজ শুক্রবার ওই এলাকা পরিদর্শনে যান সার্কেল অফিসার বিশ্বজিৎ শইকিয়া।

ধোয়ারবন্দ এবং তার আশেপাশের এলাকায় এরই মধ্যে অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন৷ তার পরও মানুষের এমন অবাধ বিচরণ দেখে ক্ষোভ প্রকাশ করেন৷  তিনি ধোয়ারবন্দকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেন। পরে রামকৃষ্ণ বিদ্যাপীঠ পরিদর্শন করেন৷ সেখানেই ২০ শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker