NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় স্কুল খুলবে ১ জুন, ক্লাশ ১৫ থেকে
Schools to reopen in Tripura from 1 June, classes to resume from 15 June

Answer script evaluation of Class X & XII to resume from 5 June

২৪ মে: করোনা আতঙ্কের মধ্যেই এক সাহসী সিদ্ধান্ত সামনে এল ত্রিপুরা সরকারের। রাজ্যে স্কুল খোলার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রবিবার মন্ত্রী নাথ জানান, লকডাউনের চতুর্থ পর্ব শেষ হচ্ছে ৩১ মে। আর তার পরদিনই ১ জুন খুলবে সব স্কুল। তবে পাঠদান শুরু হবে ১৫ জুন থেকে। ত্রিপুরার দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বাকি থাকা খাতা দেখার কাজ শুরু হবে ৫ জুন।

শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, ক্লাস চালু করার আগে প্রতিটি স্কুলভবন স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা বিভাগের তরফে। এই স্যানিটাইজেশন খাতে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। স্কুলের মিড-ডে মিল রান্না সহ সরবরাহে নিযুক্ত কর্মীদের ফেস মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে আগামী ৬ জুনের মধ্যে স্কুলে স্যানিটাইজেশন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে, এও জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ত্রিপুুুরায় বর্তমানে সরকারি স্কুল রয়েছে ৪ হাজার ৩৯৮টি। সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলের সংখ্যা ৩৩৫। করোনা সতর্কতায় ১৭ মার্চ থেকেই বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এদিকে, রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবারও দিল্লি ফেরত তিনজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে, এই পরিস্থিতিতে স্কুলে নিয়মিত ক্লাস পরিচালনার সিদ্ধান্ত যে সত্যিই চ্যালেঞ্জের, এ নিয়ে আলাদা করে বলার নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker