Barak UpdatesHappenings
করিমগঞ্জের দোহালিয়ায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় জখম স্কুলছাত্র, অবরোধSchool student injured being hit by goods laden truck in Karimganj, road blocked
১৭ নভেম্বর : করিমগঞ্জ জেলার পাথারকান্দির দোহালিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র গুরুতরভাবে জখম হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে সংঘটিত দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত স্থানীয় মানুষ ঘাতক গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে এলাকার রাস্তা অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার ওসি ঘনকান্ত ভুইয়াঁ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পণ্যবাহী ঘাতক মিনিভ্যান ম্যাজিককে আটক করেছে। চালক মইনুল ইসলামকেও আটক করেছে পুলিশ। এরপর রাস্তা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন ওসি। প্রায় দু-ঘণ্টা পর সড়ক অবরোধমুক্ত হয়।
জানা গেছে, ম্যাজিকের ধাক্কায় আহত ছয় বছরের স্কুলছাত্রের নাম অভিজিত্ দাস। দোহালিয়া তৃতীয় খণ্ডের বাসিন্দা জনৈক ইন্দ্রজিত্ দাসের ছেলে অভিজিত্কে নিয়ে তার মা সকাল নয়টা নাগাদ স্থানীয় কোরকবিকাশ স্কুলে যাচ্ছিলেন। অভিজিত্ দ্বিতীয় শ্রেণির ছাত্র। মায়ের সঙ্গে একটি অটো রিকশায় স্কুলের সামনে গিয়ে নেমে সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে এসে ধাক্কা মারে সবজি বোঝাই মিনিভ্যানটি। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে অভিজিত্। তার হাত পা ও মুখে গুরুতর আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আহত অভিজিতকে নিয়ে যাওয়া হয় পাথারকান্দি স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়।