Barak UpdatesAnalyticsBreaking News
পানিভরা বাজার থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু নির্দল প্রার্থী অমলেন্দুর
ওয়ে টু বরাক, ২৮ অক্টোবর : ধলাই কেন্দ্রের পানিভরা বাজার থেকে উপ-নির্বাচনে নিজের প্রচার অভিযান শুরু করলেন হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস। রবিবার শতাধিক সমর্থক নিয়ে প্রচার অভিযান শুরু করলেন এই নির্দল প্রার্থী। এ দিন তার অনুরাগীরা নিজেদের খরচায় গাড়ি নিয়ে ধলাই কেন্দ্রের পানিভরা, ধলাই, হাওয়াইথাং, শচীন দোকান, খুলিছড়া ইত্যাদি এলাকায় গিয়ে সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে অমলেন্দুর জন্য আশীর্বাদ চাইলেন। ‘চলো এ বার পাল্টাই’, ‘বহিরাগত হটাও ধলাই বাঁচাও’ শ্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তাঁর অনুগামীরা। এ দিন অমলেন্দু বলেন, ধলাইকে স্বাভিমানী ধলাই গড়ে তোলাই তাঁর লক্ষ্য এবং তিনি এজন্য জনগণের আশীর্বাদ ও সহযোগিতা চান।
এ দিন অমলেন্দু ২০১২ সালে পঞ্চায়েত নির্বাচনের এক সংঘর্ষে বিজেপি দলের জন্য বলিদান দেওয়া ধলাইর প্রয়াত স্বপন পালের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সন্ধ্যারানি পালের আশীর্বাদ চাইলেন। তিনি আশ্বাস দিয়েছেন, প্রয়াত স্বপন পালের পরিবারের পাশে তিনি সর্বদা থাকবেন। উল্লেখ্য, এ দিনের প্রচারাভিযানে অমলেন্দু বাবুর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব বীন, লক্ষণ পাঁশি, রাজেশ দাস, নিপণ শীল, কেশব পাল, জয়দীপ পাল, পাপ্পু নাথ, প্রদীপ হাজাম, সুজয় পাল, এম চূড়ামণি সিংহ, তোতা মিয়া, রাজু কুর্মী, উমাকান্ত সিংহ, তাহের আহমেদ লস্কর সহ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শতাধিক যুবক।