HappeningsBusinessBreaking News
এসবিআই কার্ড ও পেটিএম জোট বেঁধে করছে পেটিএমএসবিআই কার্ডSBI Card collaborates with Paytm to start Paytm SBI Card
৫ নভেম্বরঃ এসবিআই কার্ড এবং পেটিএম জোট বেঁধেছে। এখন আসছে নতুন ক্রেডিট কার্ড ‘পেটিএমএসবিআই কার্ড’ এবং ‘পেটিএমএসবিআই কার্ড সিলেক্ট’। এগুলি ভিসা প্ল্যাটফর্মে শুরু হচ্ছে।
এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অশ্বিনীকুমার তিওয়ারি জানিয়েছেন, ক্রেডিট কার্ডে অধিকতর সুবিধা প্রদানের জন্যই তাঁরা পেটিএমের সঙ্গে অংশীদারিত্বে গিয়েছেন। একই সুরে পেটিএম ল্যান্ডিং-এর সিইও ভবেশ গুপ্তা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, জনগণের মধ্যে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো।
পেটিএমএসবিআই সিলেক্ট-এর বৈশিষ্ট্য হল, এতে সাড়ে সাতশো টাকা জমা রাখতে হয় এবং প্রথম লেনদেনের পরই ওই টাকা ফিরিয়ে দেওয়া হয়। পেটিএম অ্যাপে লেনদেন করলে পাঁচ শতাংশ ফিরিয়ে দেওয়া হয় এবং অন্যভাবে ব্যয় করলে এক শতাংশ ফিরে পাওয়া যায়। মেলে দুই লক্ষ টাকার সাইবার জালিয়াতি বিমা। অন্যদিকে, পেটিএমএসবিআই কার্ডে মেলে এক লক্ষ টাকার সাইবার জালিয়াতি বিমা। কার্ড দুটি পেটিএম অ্যাপের সাহায্যে ক্রমে ৪৯৯ ও ১৪৯৯ টাকা বার্ষিক মাশুলের বিনিময়ে পাওয়া যায় বলে এক প্রেসবার্তায় জানানো হয়েছে।