Barak UpdatesBreaking News
সপ্তর্ষিমন্ডলের রজত জয়ন্তী বর্ষ, ইতিহাসের জানান পাবেন মানুষSaptarshi Mandal to depict mythological narratives in their pandal decoration
২৯ সেপ্টেম্বর: দুর্গাপূজার প্রাচীন ইতিহাসকে কারুকার্যের মধ্যে তুলে ধরবে ‘সপ্তর্ষিমণ্ডল’ পূজা কমিটি। শিলচর হাইলাকান্দি রোডের এই পুজো এবার ২৫ বছরে। ফলে রজত জয়ন্তী বর্ষে বিশেষ চমক রয়েছে। দুর্গাপূজার পৌরাণিক কথা সাজসজ্জায় প্রকাশ পাবে এই পুজোতে। রাজা সুরথ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র তাঁদের পূজার বিবরণ তুলে ধরা হবে। পাশাপাশি এত বছরের সপ্তর্ষিমন্ডলের কথাও জানবেন ভক্তরা।
ষষ্ঠী দিন হবে উদ্বোধন। সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, গুণিজন সংবর্ধনা ইত্যাদি থাকবে। উপস্থিত থাকবেন শিলচরের সংসদ ডা:রাজদীপ রায় ও বিধায়ক দিলীপ কুমার পাল। কমিটির পক্ষে জানানো হয়েছে সম্মিলিত মহাযজ্ঞ হবে নবমীতে। এতে একে ওপরের শান্তি কামনা ছাড়াও দেশ-সমাজে মঙ্গল কামনা করা হবে।