Barak UpdatesBreaking News
মহর্ষি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজেশনে নজরSanitisers used extensively in exam centre at Silchar Maharishi
১৮ মার্চ: একদিকে সিবিএসই-র দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে, অন্যদিকে চলছে করোনার দাপট৷ মহর্ষি বিদ্যামন্দির পরীক্ষা কেন্দ্র দুটোকেই সমান গুরুত্ব দিয়ে মোকাবিলা করে চলেছে৷ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা যাতে কোনও ভাইরাসে আক্রান্ত না হয়, সে জন্য স্যানিটাইজেশনে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ পুরো চত্বর সাফসুতরো করা হচ্ছে প্রতিদিন৷ সেইসঙ্গে আনা হয়েছে হ্যান্ড স্যানিটাইজর, হ্যান্ড ওয়াশ ইত্যাদি৷
পরীক্ষার্থীদের হলে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজর দেওয়া হচ্ছে৷ পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ তথা মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষা সমিতা দত্ত জানান, কোনওভাবেই যেন পরীক্ষারা করোনা নিয়ে আশঙ্কায় না ভোগে, সে জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে৷ ইনভেজিলেটররাও ফাঁকে ফাঁকেই পরামর্শ দিচ্ছেন, করোনা নিয়ে অহেতুক শঙ্কা অর্থহীন৷ বরং সতর্কতার সঙ্গে চলতে হবে৷ পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে হবে৷