India & World UpdatesBreaking News

অরুণাচল গিয়ে সাইকেল চালালেন সলমন
Salman Khan rides cycle in Arunachal Pradesh

২৩ নভেম্বর : অরুণাচল প্রদেশের পাহাড়ি রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন দেশের তিন তারকা। এরা কেউ-ই স্পোর্টসম্যান নন। কিন্তু অত্যন্ত আগ্রহের সঙ্গে তাঁদের সাইকেল চালনা দেখল গোটা দেশ। একজন বলিউডের নামি অভিনেতা সলমান খান। অন্য দু’জন বিশিষ্ট দুই রাজনীতিক, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

সলমান খান বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মেচুকা আসেন। ডিব্রুগড় বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে তাঁকে নিয়ে আসা হয় মেচুকায়। সলমান সেখানে দ্বিতীয় এমটিবি অরুণাচল মাউন্টেন বাই-সাইকেল রেসের উদ্বোধন করেন। একইসঙ্গে শুরু হয়েছে ষষ্ঠ বার্ষিক মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভল। বিমানবন্দর থেকে আসার সময় সলমানের সঙ্গে এ দিন ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

সলমান খান এই উৎসবের জন্য ২২ লক্ষ টাকা অর্থ সাহায্য করেন। এর পাশাপাশি তিনি মেচুকায় এই আন্তর্জাতিক সাইকেল রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির ছিলেন। এই সাইকেল রেসে কম করেও ৮০ জন প্রতিযোগী অংশ নেন। অরুণাচলের পশ্চিম সিয়াঙ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফুট উচ্চতায় থাকা এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই সাইকেল প্রতিযোগিতায় প্রায় ১০টি দেশের আরোহী অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, পর্তুগাল, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, নেপাল, ভূটান ইত্যাদি। এই সাইকেল রেসে প্রাইজমানি রাখা হয়েছে ২২ লক্ষ ৫৫ হাজার টাকা।

November 22: Bollywood superstar Salman Khan on Thursday to Mechuka in Arunachal by a special helicopter  from Dibrugarh airport to flag in the second edition of the MTB Arunachal Mountain Bicycle race coinciding with the beginning of the sixth edition of the annual Mechuka adventure festival. The superstar was accompanied by Union Minister of State for Home Affairs Kiren Rijiju.

Salman Khan who had donated an amount of Rs 22 lakh also attended the second edition of the Dalmia MTB Arunachal Hornbill flight international cycling event in Mechuka today. Around 80 riders have set out on this enchanting ride to Mechuka, one of the most sought after tourist destinations nestled 6000 feet above the sea level in West Siang district of the State. About hundred bikers from 10 countries including USA, Portugal, Canada, Germany, UK, Nepal and Bhutan are participating in the event with a prize money worth Rs 22.55 lakh.

The most attractive scene of the day was Salman Khan cycling with Arunachal Pradesh Chief Minister Pema Khandu and Union Minister of State for Home Affairs Kiren Rijiju at Mechuka Adventure Festival 2018 in Arunachal Pradesh. Salman Khan also promised to shoot his next film in Arunachal Pradesh.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker