Barak UpdatesHappeningsBreaking News

রক্তদানে এগিয়ে এল সাহা টেক্সটাইলস
Saha Textiles came forward for blood donation

২৬ এপ্রিল: একদিকে রক্তের চাহিদা রয়েই গিয়েছে, অন্যদিকে লকডাউন ও করোনার সংক্রমণের আশঙ্কায় রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না৷ এই অবস্থায় রক্তের সঙ্কট মেটানোর উপায় বের করল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম-ই৷ কিছুদিন বন্ধ রেখে একটা বড় শিবিরের চেয়ে প্রতিদিন ৪-৫ ইউনিট দেওয়া চলতে থাকুক৷ যেমন ভাবনা, তেমন কাজ৷ প্রতিদিন একেকটি সংস্থার সঙ্গে কথা বলে দাতা সংগ্রহ করা হচ্ছে৷ শিলচর সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে এনে রক্ত দেওয়া হচ্ছে৷

Rananuj

রবিবার ব্লাড ডোনারস ফোরামের আহ্বানে  রক্তদানে এগিয়ে আসে সাহা টেক্সটাইলসের শিলচর শাখা৷ এ দিন রক্তদান করেন গোপাল হালদার, সুজন দেব ও রাজা বড়ো৷ সঙ্গে চৌধুরী আই ক্লিনিকের বিশাল হাজরা৷ তাদের উৎসাহিত করতে রক্তদান চলাকালে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল, জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, শিবম দাস, সৌরদীপ ভট্টাচার্য প্রমুখ৷ ছিলেন সাহা টেক্সটাইলসের কর্ণধার রোহিত পালও৷

তিনদিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় উদ্যোগ৷ এর আগে শুক্রবার রোহিতবাবু নিজে রক্তদান করেন৷ সঙ্গে দেন তাঁর প্রতিষ্ঠানের কমল লোহার৷ ফোরামের পক্ষ থেকে তাদের এভাবে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানানো হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker