NE UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ধরা পড়ল ৩ নাইজেরীয়3 Nigerians nabbed in Karimganj
২৪ সেপ্টেম্বর: ত্রিপুরা থেকে আসামে ঢুকতেই চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল তিন নাইজেরিয়ান যুবক। বুধবার বিকালে পুলিশের নাকা চেকিঙের সময় বৈধ নথিপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় এরা জানায়, কাপড়ের ব্যবসা করতে ভারতে এসেছিল৷ দিল্লিতে ছিল। রেল চলাচল শুরু হলে যায় ত্রিপুরায়। বেশ কিছুদিন সেখানে ছিল৷ তখনই এক লরিচালকের পাল্লায় পড়ে সমস্ত বৈধ নথিপত্র তার হাতে তুলে দিয়েছিল। এর পরই ওই চালক নিপাত্তা৷
বাজারিছড়া পুলিশ জানায়, তাদের জেরায় ভাষা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ হিন্দি বোঝেই না, ইংরেজিও বলতে পারে না। এখন দোভাষী খোঁজা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য৷ পুলিশ অবশ্য ব্যবসা করতে এসে হিন্দি-ইংরেজি না বোঝাকে ইচ্ছাকৃত বলে মনে করছে৷ ভাষার বিড়ম্বনা নিজেদের সৃষ্ট, একইভাবে কাপড়ের ব্যবসার জন্য ভারতে আসাকেও অসত্য বলেই মনে করছে৷ কারণ এর আগেও এই অঞ্চলে বহু নাইজেরীয় ধরা পড়েছে৷ এরা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল৷ ওই এক রুট, আফ্রিকা-বাংলাদেশ-ত্রিপুরা-করিমগঞ্জ-গুয়াহাটি হয়ে ভারতে ছড়িয়ে পড়া৷ প্রত্যেকে মাদকচক্রের চাঁই৷র তাদের কোন অভিসন্ধি, তা খুঁজে দেখছেন করিমগঞ্জ জেলার পুলিশকর্তারা।