Barak UpdatesHappeningsBreaking News

Rustication of Milon Das leads to protest by students in front of main gate of Assam Univ
মিলন বহিষ্কার: প্রতিবাদে বিশ্ববিদ্যালয় গেটে অবরোধ

১০ ফেব্রুয়ারি: মিলন দাসের বহিষ্কার সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের গেটে অবরোধ গড়ে তোলে ছাত্র-গবেষকরা৷ সোমবার সকাল আটটাতেই তারা গেটের সামনে বসে পড়ে৷ ছাত্র-ছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মচারী কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি৷

Rananuj

অবরোধকারীদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আন্দোলন করতে গিয়ে কর্তৃপক্ষের চক্ষুশূল হলেন মিলন দাস৷ দুর্নীতিগ্রস্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বদলে তাদের নেতাকে বহিষ্কার করা হল৷ দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় উপাচার্য দিলীপচন্দ্র নাথের অপসারণ চেয়েছে ছাত্র সংসদ৷ মিলন দাসের বক্তব্য না শুনে একতরফাভাবে বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনায় মুখর তারা৷

তাদের কথায়, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে কমিটি গঠন করতে হয়৷ ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়৷ এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিলেও শেষপর্যন্তও কমিটিটি চূড়ান্ত করতে পারেনি৷ তাই তারা বহিষ্কারের সিদ্ধান্তকে অনৈতিক পদক্ষেপ বলে মন্তব্য করে৷

পাশাপাশি মিলনবিরোধী গোষ্ঠী তাঁকে গারদের ভেতরে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে৷ তাদের প্রশ্ন, এফআইআর পেয়েও এরা মিলনের প্রতি দুর্বল কেন? এ দিনও আন্দোলনে একবার এসে অংশ নিয়েছিল৷ পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও টুঁ শব্দটি করেনি৷ কিন্তু সামনে এসে কথা বলতে নারাজ তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker