NE UpdatesBarak Updates

তিনদিনের বরাক সফরে আসছেন মানিক সরকার
Manik Sarkar on a 3-day visit to Barak Valley

১৪ ডিসেম্বর: তিনদিনের কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি করিমগঞ্জ ও শিলচর দুই জায়গাতেই দলীয় নেতা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন৷

আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মানিকবাবু আগরতলা থেকে প্যাসেঞ্জার ট্রেনে রওয়ানা হবেন৷ বিকাল ৫টা ৫ মিনিটে করিমগঞ্জে পৌঁছাবেন৷ সেখানে সভাসমিতি করে সিপিএম কার্যালয়েই রাত কাটাবেন৷ পরদিন সন্ধ্যা ৬টায় রওয়ানা হবেন শিলচরের উদ্দেশে৷ দুই রাত থাকবেন শিলচর সার্কিট হাউসে৷ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে শহিদ ভবনে গিয়ে বৈঠক করবেন৷ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তিনি মতবিনিময় করবেন৷ ফাঁকে দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও জেনে নেবেন, কোথায় কী ত্রুটি রয়েছে, কীভাবে সেগুলো শোধরানো যায়৷ পৃথক সভা করবেন তাদের আমন্ত্রণ জানিয়েও৷ ২০ তারিখ সকাল ৮টায় ট্রেনেই শিলচর থেকে নিজের শহরের উদ্দেশে যাত্রা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আসাম সরকারকে তাঁর উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে৷ মানিকবাবু জেড ক্যাটাগরির নিরাপত্তা পান,  সেইকথাও জানিয়ে দেওয়া হয়েছে৷ সিপিএমের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র জানান, মানিকবাবু দলের কর্মকর্তা হিসেবে আসামের দায়িত্বে রয়েছেন৷ সম্পূর্ণ  সাংগঠনিক বিষয়েই তাঁর এই সফর৷ তাই এবার কোনও প্রকাশ্য সভার পরিকল্পনা নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker