Barak UpdatesHappeningsBreaking News
বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে সদ্যজাতের চিকিৎসা নিয়ে বাকবিতণ্ডা, মামলায় জড়ালেন বিধায়কAlteration of words centering a new-born baby at Borkhola health centre, FIR against MLA
৩০ মার্চ : এক সদ্যজাতকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও শিশুর অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শেষপর্যন্ত থানায় গড়াল। দু-পক্ষের বিবাদের নিষ্পত্তি করতে গিয়ে মামলায় জড়ালেন বড়খলার বিধায়ক কিশোর নাথও। এ ঘটনায় বড়খলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিধায়কের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনেছেন।
বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশুর জন্মের পর অভিভাবকরা তাকে বাড়ি নিয়ে যাবার সময়ই বিপত্তি বাঁধে। সদজাতের পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসক সুবীর সিংহ তাঁদের কাছে অর্থ দাবি করেছেন। কিন্তু শিশুর অভিভাবকরা তা দিতে অস্বীকার করায় চিকিৎসক জানিয়ে দেন, অর্থ না দিলে বাড়ি যাওয়া যাবে না। এতেই দু-পক্ষের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। খবর পেয়ে বিধায়ক সেখানে ছুটে গিয়ে দু-পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
চিকিতসকের দায়ের করা মামলা অনুযায়ী, বিধায়ক সে সময় তাঁকে গালিগালাজ ও মারধর করেন। বিধায়ক বলেছেন, তিনি মোটেই চিকিতসককে মারধর করেননি। বরং সে সময় চিকিৎসক মাতাল ছিলেন। কিন্তু বিধায়কের সঙ্গীদের এই অভিযোগ জোর গলায় খণ্ডন করেন চিকিৎসক।
তিনি একটি মামলা দায়ের করে বলেন, বিধায়ক নিজে ও তাঁর দুই দেহরক্ষী শিশুর অভিভাবকদের কথায় তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন। সেইসঙ্গে বিধায়কের সঙ্গে আসা কিছু লোকও তাঁকে মারধর করেছেন। তিনি এও বলেছেন, সদ্যজাত শিশুর শ্বাসপ্রশ্বাস জনিত কিছুটা সমস্যা রয়েছে। তার ফুসফুসের পেশীর সমস্যা আগে সারানো প্রয়োজন। কিন্তু তা না বুঝেই বিধায়ক ও তাঁর সঙ্গীরা তাঁকে হেনস্থা করেছেন। এ দিকে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।