Barak UpdatesHappeningsBreaking News

বিজিৎকুমার ভট্টাচার্যের জীবনাবসান

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : ‘সাহিত্য’ সম্পাদক বিজিৎকুমার ভট্টাচার্য বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে কলকাতায় প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার সহ নানা রোগে ভুগছিলেন৷ তবে শেষ কিছুদিন বাদ দিলে সমস্ত শারীরিক প্রতিকূলতার মধ্যেও সাহিত্যসাধনা করে গিয়েছেন৷ ‘সাহিত্য’ সম্পাদনার দায়িত্ব স্ত্রী শিখা ভট্টাচার্যের হাতে ছেড়ে দিলেও নিয়মিত খোঁজখবর রাখছিলেন, প্রয়োজনীয় দেখভালও করছিলেন৷

Rananuj

হাইলাকান্দি এসএস কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক, কবি-সাহিত্যিক বিজিৎকুমার ভট্টাচার্যের  মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন সভাপতি নীতীশ ভট্টাচার্য বলেন, বিজিৎ কুমার ভট্টাচার্য ইহলোকে নেই, ভাবতেও কষ্ট হচ্ছে। বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চল সাহিত্য জগতের ইন্দ্রপতন ঘটল। সামগ্রিক বাংলা লিটল ম্যাগাজিনের ইতিহাসের ধারাবাহিকতারও ছন্দপতন হল । সাহিত্যের আঙিনায় এররকম লড়াকুব্যক্তিত্ব বিরল । সম্মেলনের প্রথম এক দশক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন । নীতীশবাবুর কথায়, “বিভিন্ন সময়ে ইতিবাচক পরামর্শ প্রদান করে আমাদের ঋদ্ধ করেছেন তিনি। এই প্রয়াণে আমরা রিক্ত। প্রয়াত বিজিৎদার আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি শোকার্ত পরিজনদের গভীর সমবেদনা জানাই ।”

বিশিষ্ট লেখক-প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্কর বলেন, বরাক উপত্যকার বৌদ্ধিক জগতে নক্ষত্র পতন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।

বিজিৎকুমার ভট্টাচার্যের প্রয়াণকে চরম শোক সংবাদ বলে মন্তব্য করলেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর৷ তিনি বলেন, “বরাক উপত্যকার আরেক নক্ষত্র পতন। পরম শ্রদ্ধেয় কবি ও ‘সাহিত্য’ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় বিজিৎ কুমার ভট্টাচার্যের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র শোক জানাই।”

নেতাজিগবেষক ইঞ্জিনিয়ার নীহাররঞ্জন পাল বলেন, বিজিৎকুমার ভট্টাচার্যের সাহিত্য ও সমাজ চেতনা নবীন প্রজন্মের পাথেয় হোক।

কবি, সাহিত্যিক এবং গণ আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিজিৎ কুমার ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি। সংগঠনের তিন আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য, সুশীল পাল ও  অজয় রায় জানান, ২০০৯ সালে শিলচরে বরাক উপত্যকার তিন জেলার বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির অভিবর্তনে সভাপতিত্ব করেছিলেন বিজিৎকুমার ভট্টাচার্য। এছাড়াও এই আন্দোলনে পথে নেমেও তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রয়াণে বরাক উপত্যকা একটি প্রতিবাদী কণ্ঠকে হারিয়েছে বলে জানান তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker