Barak UpdatesHappeningsBreaking News

এলাকা লকডাউন হতে পারে, জেলা বা শহর নয়, বললেন জল্লি
Local area may come under lockdown, but not town or district, says DC Cachar

6 জুলাইঃ করোনা আক্রান্তদের সংখ্যা কাছাড়ে বেড়েই চলেছে। নিত্য বদলাচ্ছে এর প্রকৃতি। এই অবস্থায় কাছাড় জেলা প্রশাসন যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি বলেই জানিয়ে দিলেন জেলাশাসক কীর্তি জল্লি৷ তিনি বলেন, তবে কোনও অবস্থায় পূর্ণ লকডাউন কাম্য নয়৷ সরকার যেখানেই যখন এমনটা করেছেন, বাধ্য হয়েই করেছে৷ নানা যুক্তি তুলে ধরে জল্লি যোগ করেন, কোনও এলাকায় বেশি সংক্রমণ দেখা দিলে, ওই বিশেষ এলাকাটাকে লকডাউন করে দেওয়া যেতে পারে৷ পুরো শহর বা জেলা হিসাবে নয়৷ তিনি বরং লোকাল লেভেল মনিটরিংয়ে গুরুত্ব দিতে বলেন৷

গুয়াহাটি থেকে কেউ এলেই তাকে কোয়রান্টিনে পাঠানোর ব্যাপারে শহরে নানা চর্চা রয়েছে৷ জেলাশাসক জানান, এই ধরনের নির্দেশ এখনও জেলায় এসে পৌঁছেনি৷

এ ছাড়া, দুদিন ধরে কোভিড টেস্টের জন্য মানুষ যে মেডিক্যাল কলেজে ছুটে যাচ্ছেন, সে ব্যাপারে জল্লি বলেন, সবাইকে কোভিড টেস্ট করানো সম্ভব নয়৷ প্রয়োজনের নিরিখে তাঁরাই টেস্টের জন্য ডেকে পাঠাবেন৷ উপসর্গ ছাড়াই কেউ আশঙ্কায় ভুগলে, তাঁর পরামর্শ, ‘টেস্টের জন্য ছোটাছুটি না করে ১৪ দিন পরিবারের সবাই মিলে কোয়রান্টিন থাকুন, সেটাই ভাল৷’ সঙ্গে এও যোগ করেন, এ সপ্তাহেই রেপিড টেস্ট কিট আসবে৷ তখন অনেক বেশি পরীক্ষা করানো সম্ভব হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker