Barak UpdatesBreaking News
রোটারি ক্লাবে স্বাস্থ্য শিবির, যুব সচেতনতাRotary organises health camp & youth awareness programme
স্বাস্থ্য শিবিরে সহায়তা করে ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস, গায়নোকোলজিক্যাল সোসাইটি, অসম সরকারের স্বাস্থ্য বিভাগ ও জুভেন্টাস ফার্মাসিউটিক্যালস। শহরের দুই প্রথিতযশা চিকিতসক চন্দ্রশেখর দাস ও কিরণময় দাস নিজ নিজ বিভাগের রোগীদের স্বাস্থ্যপরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। রোটারি ক্লাব সূত্রে জানা গিয়েছে, ৩২জন শিশু ও ২৬ জন প্রসূতি ও মা আজ স্বাস্থ্যশিবিরে গিয়ে চিকিতসাসেবা গ্রহণ করেন।
যুবা সশক্তিকরণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্যও আজ এক শিবিরের আয়োজন করা হয়। রোটারি ক্লাবকে সহযোগিতায় এগিয়ে আসে প্রজাপিতা ব্রহ্মকুমারী, রাজযোগ এডুকেশন অ্যান্ড ফাউন্ডেশন।বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৭০জন এই কর্মসূচিতে অংশ নেন। নির্ধারিত বিষয়ের ওপর বক্তব্য রাখেন ব্রহ্মকুমার রোহিত ভাই, ব্রহ্মকুমারী মীনা বেহেনজি ও ব্রহ্মকুমার গোবিন্দভাই। স্কুল -কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ও করেন।